কবীর সুমন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবীর সুমন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bed Cover Lyrics বেড কভার লিরিক্স  কবীর সুমন Kabir Suman

Bed Cover Lyrics বেড কভার লিরিক্স কবীর সুমন Kabir Suman

বেড কভার
কবীর সুমন 

বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গল
যখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল

বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলে
গোঙাতে গোঙাতে দেশলাই গাড়ি পাহাড়েই যাবে চলে

পুরনো কৌটো পাহাড়ি বাংলো সেখানে জিরোনো যাবে
কল্পনা নিয়ে খেলতে খেলতে ছোট্ট ছেলেটা ভাবে

দেশলাই কাঠি আসলে মানুষ বানানো নদীতে ভাসে
খরা ও বন্যা দুটোরি খবর ছেলেটার কানে আসে

খানিক দুরেই কাগজের প্লেন বানাতে শিখেছে সদ্য
বড়রা বৃথাই দামী দোকানের খেলনা কিনতে হদ্দ

দামী খেলনাটা কিনে দিয়ে ফের কেড়ে নেওয়া তুলে রাখা
খেলনার চেয়ে ঢের বেশি দামী খেলনা কেনার টাকা

এত টাকা দিয়ে খেলনা কিনেছি নিজেই খেলব তবে
মেট্রো চ্যানেলে নতুন যুগের ছেলেমেয়ে বড় হবে

ছোট্ট ছেলেটা তার টাকা আঁকে রঙিন রঙিন নোট
এগুলোই হবে ব্যালট পেপার বড়দের হলে ভোট

নোট নিয়ে খেলা ভোট নিয়ে খেলা ছোটতে বড়তে মিলে
জীবনের নোট নিয়ে গেল ব্যাঙ ভোট নিয়ে গেল চিলে

চিলেকোঠা নেই ফ্ল্যাট এর রাজ্য শোবার ঘরের কোনে
বেড কভারেই দেশলাই গাড়ি চলছে আপন মনে।


Theme Jete Jete Ekbar Lyrics থেমে যেতে যেতে একবার লিরিক্স  কবীর সুমন Kabir Suman

Theme Jete Jete Ekbar Lyrics থেমে যেতে যেতে একবার লিরিক্স কবীর সুমন Kabir Suman

থেমে যেতে যেতে একবার 
কবীর সুমন

থেমে যেতে যেতে একবার কোন মতে;
জোর করে যদি একবার হেঁটে যেতে;
বেঁচে নিতে যদি একবার বড় ভালো হত।

একবার শুধু একবার কোনমতে
চোখ মেলে যদি একবার দেখে নিতে
দেখে নিতে যদি একবার বড় ভালো হত।

মেনে নিয়ে নিয়ে দিনগুলো গেলো মেনে নিতে
সঞ্চয়গুলো গুনে গুনে বেঁধে নিতে
গেঁথে নিতে শুধু কৃপনের বরষিতে এঁদো পুকুরের পুটিঁমাছ
ধান নিয়ে গেলো বম্বেতে বর্গিতে,
গানে গানে বুলবুলিটাকে দোষ দিতে
ফিরলে না তুমি কোনদিন সম্বিতে নিভে গেলো উনুঁনের আচ

মার খেতে খেতে বেধোড়ক মার খেতে
মরে যেতে যেতে বেঁচে থেকে মরে যেতে
বেঁচে নিতে যদি একবার বড় ভালো হত।

থেমে যেতে যেতে একবার জোর করে
নিতে যদি তুমি নিঃশ্বাস প্রানভরে,
বেঁচে নিতে যদি একবার বড় ভালো হত।


Skuler Bag Ta Lyrics স্কুলের ব্যাগটা লিরিক্স  কবীর সুমন Kabir Suman

Skuler Bag Ta Lyrics স্কুলের ব্যাগটা লিরিক্স কবীর সুমন Kabir Suman

স্কুলের ব্যাগটা
কবীর সুমন

স্কুলের ব্যাগটা বড্ড ভারী
আমরা কি আর বইতে পারি?
এও কি একটা শাস্তি নয়?
কষ্ট হয়, কষ্ট হয়!

আমার কষ্ট বুঝতে চাও
দোহাই পড়ার চাপ কমাও
কষ্ট হয়, কষ্ট হয়।।

পড়ার চাপে চেপ্টে গিয়ে,
কী করব এই শিক্ষা নিয়ে?
অমুক হও, তমুক হও, অমুক হও, তমুক হও
কেউ বলে না মানুষ হও।

এত্ত রকম পরীক্ষায়
আমার খালি কান্না পায়,
কে করল রে এ নিয়ম?
লোকটা বোধ হয় খেলার যম!
খেলবে কেন, অঙ্ক করো,
যোগ্য হবার রাস্তা ধরো।

কোথায় রাস্তা কোথায় যাবো?
কোথায় গেলে শুনতে পাবো
একটু পড়া, অনেক খেলা
গল্প শোনা সন্ধ্যেবেলা।
রাতের হাওয়ায় বুকের কাছে
স্বপ্ন দেখার গল্প আছে।।


 Rukhe Dao Dhormo Niye Rajniti Lyrics রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি লিরিক্স  কবীর সুমন Kabir Suman

Rukhe Dao Dhormo Niye Rajniti Lyrics রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি লিরিক্স কবীর সুমন Kabir Suman


রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি 
কবীর সুমন 

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।

রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রনা বিশ্রী সুরে
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…

রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।।
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা
রাখে দায় কান্না গুলো, শান্তি পাখি আসুক উরে
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।


Musalman O Khristan Mukta Bharat Lyrics মুসলমান-ও-খৃষ্টানমুক্ত ভারত লিরিক্স  কবীর সুমন Kabir Suman

Musalman O Khristan Mukta Bharat Lyrics মুসলমান-ও-খৃষ্টানমুক্ত ভারত লিরিক্স কবীর সুমন Kabir Suman

মুসলমান-ও-খৃষ্টানমুক্ত ভারত
কবীর সুমন 

শীতের সকালে রোদ্দুর ম্রিয়মান
বিজেপি নেতার গর্জন শুনি দূরে
নিকেশ করবে মুস্লিম খৃষ্টান।

দুহাজারেকুশ রাজেশ্বরের সিং
গুঁতিয়ে তাড়াবে এ-দুই সম্প্রদায়
ঘোষণা বিজেপি নেতার এ-চোদ্দোয়
বিধাতা জানেন কী-কারণে হাসি পায়।

বিজেপি এখন ভিজেপি রক্তে ভিজে
বিধর্মীদের নিকেশ কল্পনায়
পারলে যীশুকে আবার হত্যা করে
যবনরক্ত আঁজলা ভরেই খায়।

নির্মূল খৃষ্টান আর মুসলমান
দুহাজারেকুশে ঘোষক বিজেপি নেতা
ম্লেচ্ছরক্তে হবে কি পূণ্যস্নান
তবেই হবে কি ওদের যুদ্ধজেতা।

নাকি সব্বাই হিন্দুই হয়ে যাবে
আগ্রায় হলো ছোট্ট রিহার্সাল
ওদের ধর্ম এভাবে শান্তি পাবে
সঙ্গে বাজবে হিন্দুত্বর তাল।

এই হবে দেশ ভেবেছিল বুঝি কেউ
ভগৎ সিং বা ক্ষুদিরাম প্রীতিলতা
মুঙ্গের জেলে দু’শোর ওপরে ফাঁসি
গান্ধীর বুকে বুলেটের স্তব্ধতা।

সকলকে মারো – সাবাশ বিজেপিরাজ
সাজাও মুণ্ডু যবনের থরে থরে
কে আর জানবে কাদের গুলির মুখে
দাঁড়িয়েছিলেন হেমন্ত করকরে –
কারা মেরেছিল আপনাকে করকরে!!!


Becharira Lyrics বেচারিরা লিরিক্স  ওরা গাল দেয় আমি কলমা কবীর সুমন Kabir Suman

Becharira Lyrics বেচারিরা লিরিক্স ওরা গাল দেয় আমি কলমা কবীর সুমন Kabir Suman

বেচারিরা 
কবীর সুমন 

ওরা গাল দেয় আমি কলমা পড়েছি বলে
মুসলিম বিদ্বেষের তোলে নিশান
জন্মের ঘৃণা লুকনো অস্ত্র খোলে
আমি গর্বিত বাঙালি মুসলমান।

ওরা রাগ করে আমি নাম পালটেছি বলে
পালটাইনি তো ওদের কারুরই নাম
সংখ্যাগুরুর দিইনি তো কান মলে
আমার সুরেই রাসলীলা রাধাশ্যাম।

ওরা কাছে-দূরে গালাগাল করে যাওয়া দল
যেন চিৎকারে ভয় পাবে ইসলাম
পাকস্থলীতে কিবা পানি, কিবা জল
অমোঘ মৃত্যু বৃথাই তুলকালাম।

ওরা মুসলমানকে চিনেছে জঙ্গি বলে
হরির চরণকমলে আমির খান
ফয়াজ খানের ভজনে সকাল হলে
আমি গর্বিত সুরেলা মুসলমান।

ওরা মামলা করবে তারপরে হব খুন
মোল্লা সুমন গেলেও থাকবে গান
বাংলার হাওয়া করবেই গুনগুন
গানের আদর তোমাকে দিলাম, জান।


RSS গান  লিরিক্স Lyrics  কবীর সুমন Kabir Suman

RSS গান লিরিক্স Lyrics কবীর সুমন Kabir Suman

RSS গান 
কবীর সুমন 

গায়ে মাখবে গোবর, মাথায় গরুর হিসি
RSS-এর মতে এটাই হিন্দু এবং দেশি।।
চাকরি ছেড়ে দাও মেয়েরা বাচ্চা মানুষ করো
হিন্দু রাষ্ট্র ঐতো এলো একটু ধৈর্য ধরো।।

Co education থাকবে না আর হিন্দুত্বর বারণ
একসাথে পাঠ দুশ্চরিত্র হবার আসল কারন।।
Co education থাকবে না আর হিন্দুত্বর বারণ
একসাথে পাঠ Sexually নষ্ট হবার কারন।।

গায়ে মাখবে গোবর, মাথায় গরুর হিসি
RSS-এর মতে এটাই হিন্দু এবং দেশি।

ছেলেদের স্কুল এইখানে তো মেয়েদের স্কুল দূরে
হিন্দুত্বয় পৌঁছানো চাই অনেক ঘুরে ঘুরে।।

মুসলমানের ঠাই হবে না বিজেপিদের দেশে
শূদ্র ভাগ্যে উচ্ছিষ্টই জুটবে সবার শেষে।

‘জাতপাতেই তো ফেরা উচিৎ’ মনে করেন যারা,
আমরা যদি একজোট হই বিদেয় হবেন তাঁরা…
‘জাতপাতেই তো ফেরা উচিৎ’ মনে করেন যারা,
আমারা যদি একজোট হই নিকেশ হবেন তাঁরা।


Badlabon Lyrics বাদলবন লিরিক্স কবীর  সুমন Kabir Suman

Badlabon Lyrics বাদলবন লিরিক্স কবীর সুমন Kabir Suman

বাদলবন
কবীর সুমন

মানুষ তুমি দূরেই থেকো
তোমার ছোঁয়া ধ্বংস আনে
বাদলবন থাকবে ভালো
বৃষ্টি জানে বনও জানে।

বাদলবনে কোটি বছর
ভেজামাটির গর্ভ চেনে
হলুদ পোকা ডাগর চোখে
দেখছে সব আপন জেনে।

লতানে গাছ জাপটে ধরে
বন্ধু গাছ হাত বাড়ায়
সূর্য তুমি সবার থেকো
বাদলবন তোমায় চায়।

তোমায় চায় এই গ্রহের
প্রতিটি গাছ জানি না নাম
এখানে কোটি কোটি বছর
গড়েছে তার বনমোকাম।

এখানে শুধু জন্ম আর
মৃত্যু আর নবজীবন
হলুদ পোকা ডাগর চোখে
দেখছে তার বাদলবন।।


Chatradharer Gaan Lyrics ছত্রধরের গান লিরিক্স কবীর সুমন  Kabir Suman

Chatradharer Gaan Lyrics ছত্রধরের গান লিরিক্স কবীর সুমন Kabir Suman

ছত্রধরের গান
কবীর সুমন 

কেউ দিতে চায় আছাড়
কেউ দিতে চায় মাড়িয়ে
রুক্ষ মাটির দুঃখ নিয়ে
ছত্রধর দাঁড়িয়ে , ছত্রধর

কজন দিলো ইজ্জত
কজন দিলো প্রাণ
আর কিছু নয় বাঁধছে সময়
ছত্রধরের গান, ছত্রধর

বন্দুক আর বুলেট
সেপাই দলে দলে
অন্য দিকে বিরশা জাগেন
জঙ্গলে জঙ্গলে

জল নেই কোথাও
বুটের নিচে ঘাস
উন্নয়নের টাকায় চলছে
রাষ্ট্রীয় সন্ত্রাস

রাষ্ট্র মানেই লেফট
রাষ্ট্র মানেই রাইট
কুচকাওয়াজের তলায় আছে
গানের ডায়নামাইট

বেবাক ধরপাকড়
চলুক আরো তবে
বিরশার ভূত সময়মত
বিস্ফোরণী হবে

মরব আমি জানি
কাছেই গোরস্থান
মরার আগে গাইছি আমি
ছত্রধরের গান, ছত্রধর।


Deshdrohi Lyrics দেশদ্রোহী লিরিক্স সালমান খান জামিন পাবেই কবীর সুমন  Kabir Suman

Deshdrohi Lyrics দেশদ্রোহী লিরিক্স সালমান খান জামিন পাবেই কবীর সুমন Kabir Suman

দেশদ্রোহী
কবীর সুমন 

সালমান খান জামিন পাবেই, পাবেই জয়ললিতা
এদিকে ওদিকে জ্বলছে জ্বলবে গণতন্ত্রের চিতা
ছত্রধরের জামিন হবে না, যাবজ্জীবন পাবে
আসুন আসুন, সবাইকে আজ মাওবাদী বলা যাবে।

জঙ্গলে একা টহল দিচ্ছে কোটেশ্বরের ভূত
ভদ্রলোকেরা এ গান শুনো না, এই সুর অচ্ছুৎ।

স্পার্টাকাসকে দেখিনি কখনও, ছত্রধরকে দেখেছি
আর কোনও কাজ জানি না বলেই তাকে গানে ধরে রেখেছি
দেশদ্রোহী যে কাকে বলে তা কি জানে অন্তর্যামীও
অমিত শা যদি ছাড়া পেতে পারে, দেশদ্রোহী তো আমিও।

যাবজ্জীবনে দণ্ডিত সব যে দিন মুক্তি পাবে
সেইদিনই এই দেশের মুখটা স্বদেশের বলা যাবে।


Gana Hotyar Nam Bhupal Lyrics গণহত্যার নাম ভূপাল লিরিক্স

Gana Hotyar Nam Bhupal Lyrics গণহত্যার নাম ভূপাল লিরিক্স

গণহত্যার নাম ভূপাল
কবীর সুমন 

সারি সারি
সারি সারি মরা মানুষ
দৃষ্টিহীন মানুষ
নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া
ছটফট করে করে মরে যাওয়া
বমি করে করে মরে যাওয়া
মানুষ মানুষ মানুষ!

সারি সারি
সারি সারি অন্ধ লোক
দু’চোখ খুবলে নিয়ে চলে গেছে
মিথাইল আইসোসায়ানেট
মার্কিন আইসোসায়ানেট
মার্কিন ভূপাল সায়ানেট
ভূপাল…

মার্কিন পুঁজি আর দেশি দালাল
দেশি পুঁজিপতি আর বিদেশী পুঁজ দিয়ে তৈরি
গণহত্যার নাম ভূপাল ।।।

মার্কিন কণ্ঠেঃ
‘এ বড় অন্যায় কথা যা শুনলেন
সব মিছে বাতুলতা
আমরা তো দুনিয়া ভালোই চালাই
গরীব দেশগুলোকে আমরা খাওয়াই
মানে গরীব দেশগুলোর বড় লোকদের
তাদেরই খাতিরে কিছু কারখানা খুলি
ভাগাভাগি করে ভরি মুনাফার ঝুলি
এদেশী পুঁজিপতিরা এটাই চায়
আমাদের এঁটোকাঁটা তারাই খায়
ভূপালের ব্যাপারটা দুর্ঘটনা
সচরাচর একদম হয় না
তাছাড়া এ কাজে বাপু ঝুঁকি থাকবেই
আজ নয় কাল কিছু লোক মরবেই
কিছু লোক… ’

সারি সারি
সারি সারি অন্ধ লোক
দু’চোখ খুবলে নিয়ে চলে গেছে
হাজারে হাজার খুন করে গেছে
মিথাইল আইসোসায়ানেট
মার্কিন আইসোসায়ানেট
মার্কিন ভূপাল সায়ানেট
ভূপাল…

মার্কিন পুঁজি আর দেশি দালাল
দেশি পুঁজিপতি আর বিদেশী পুঁজ দিয়ে তৈরি
গণহত্যার নাম ভূপাল
গণহত্যার নাম ভূপাল
গণকবরের নাম ভূপাল।


Machi Lyrics মাছি লিরিক্স কেউ খিদে নিয়ে গান লেখে কবীর সুমন Kabir Suman

Machi Lyrics মাছি লিরিক্স কেউ খিদে নিয়ে গান লেখে কবীর সুমন Kabir Suman

মাছি
কবীর সুমন

কেউ খিদে নিয়ে গান লেখে
কেউ খিদে নিয়ে মরে
বমি মাখা তার মরা মুখে
মাছি ভনভন করে।

যদি মাছি নিয়ে গান লেখো
আর জলসায় গাও
লোকে হাত তালি দেবে দেখো
পেট পুড়ে তালি খাও।

হাত তালি নিয়ে গান লিখি
যদি খালি পেটে গাও
মাঝ গানে বমি পাবে দেখো
গান এখনি থামাও।

যার জঠরে ভীষণ ক্ষিদে
তার মগজেতে গান
মোটে ঢুকতে চায় না সিধে
পেট করে আনচান।

মাছিদেরও ক্ষিদে পায়
তবু মাছি হওয়া ভালো
এই দেশে জুটে যায়
মরা মুখ কালো কালো।

মরা মুখ নিয়ে গান লিখি
যদি জলসায় গাও
লোকে রেগে যাবে চারিদিক
তবু গাও গেয়ে যাও।


 Niyontroner Gaan Lyrics নিয়ন্ত্রনের গান লিরিক্স জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে কবীর সুমন  Kabir Suman

Niyontroner Gaan Lyrics নিয়ন্ত্রনের গান লিরিক্স জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে কবীর সুমন Kabir Suman

নিয়ন্ত্রনের গান 
কবীর সুমন 

জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
খিদে নিয়ন্ত্রণের কেন নেই?
জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
অস্ত্র নিয়ন্ত্রণের কেন নেই?


জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
ধান্দা নিয়ন্ত্রণের কেন নেই?
জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
নেতা নিয়ন্ত্রণের কেন নেই?

বড়ি কোথায় হাঁড়ি চড়ার বড়ি?
নিদেনপক্ষে ডাল-ভাত-চচ্চড়ি।
বড়ি কোথায় বেঁচে থাকার বড়ি?
নিদেনপক্ষে ডাল-ভাত-চচ্চড়ি।

জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
চাকরি পাবার বড়ি কেন নেই?
জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
অসুখ হলে ওষুধ কিন্তু নেই।

বড়ি কোথায় হাঁড়ি চড়ার বড়ি?
নিদেনপক্ষে ডাল-ভাত-চচ্চড়ি।
বড়ি কোথায় বেঁচে থাকার বড়ি?
সবার জন্যে ডাল-ভাত-চচ্চড়ি।


 Rashtro Manei Lyrics রাষ্ট্র মানেই লিরিক্স কবীর সুমন Kabir Suman

Rashtro Manei Lyrics রাষ্ট্র মানেই লিরিক্স কবীর সুমন Kabir Suman

রাষ্ট্র 
কবীর সুমন 

রাষ্ট্র মানেই
কাঁটাতারে ঘেরা সীমান্ত
রাষ্ট্র মানেই
পাসপোর্ট নিয়ে উমেদারি
রাষ্ট্র মানেই
ম্যাপে বাঁধা আমার দিগন্ত
রাষ্ট্র মানেই
সবকিছু দারুণ সরকারি।

রাষ্ট্র মানেই
জন্মেই নাগরিক
তারপরে করণিক
মধ্যবিত্ত সুখদুঃখ,

রাষ্ট্র মানেই
পরীক্ষা দেওয়া
তারপরে মেওয়া
ফলার ফলশ্রুতি সূক্ষ্ণ।

রাষ্ট্র মানেই
নেতাদের মুখ
আহা বড়ো সুখ
তাঁদের প্রসাদবাণী পেয়ে,

রাষ্ট্র মানেই
সম্পাদকীয়
বেশি করণীয়
আমাদের ধারণার চেয়ে।

রাষ্ট্র মানেই
লোকসভা নিয়ে
হামাগুড়ি দিয়ে
রাষ্ট্রীয় প্রগতির মজা,

রাষ্ট্র মানেই
প্রচার অভিযান
মুশকিল আছান
পলিটিক্সের জিভেগজা।

রাষ্ট্র মানেই
রেশনের লাইন
শৃঙ্খলা আইন
যে করেই হোক ধরে রাখা,

রাষ্ট্র মানেই
অষুধে ভেজাল
রোজ নাজেহাল
হয়েও নাভিতে তেল মাখা

রাষ্ট্র মানেই
চাপা প্রতিবাদ
এ বাদ ও বাদ
কার বাদে কে বড়ো বিবাদী,

রাষ্ট্র মানেই
মেনে নাও সব
হে জরদগব
নাগরিক হও আশাবাদী।

রাষ্ট্র মানেই
শিল্প এলাকা
শুধু রুটি সেঁকা
শ্রমিকের যুবতী ঘরনী,

রাষ্ট্র মানেই
আধপেটে থাকা
জমি বাঁধা রাখা
কৃষকের হারানো ধরণী।

রাষ্ট্র মানেই
বড়ো বড়ো কথা
শুধু নীরবতা
জমে থাকা বুকের মাঝেতে,

রাষ্ট্র মানেই
একলা মানুষ
বেচারা মানুষ
পরবাসী নিজের ঘরেতে।



Eso Alo Haranor Dine Lyrics এসো আলো হারানোর দিনে লিরিক্স কবীর সুমন Kabir Suman

Eso Alo Haranor Dine Lyrics এসো আলো হারানোর দিনে লিরিক্স কবীর সুমন Kabir Suman

এসো আলো হারানোর দিনে
কবীর সুমন 

এসো আলো হারানোর দিনে
এসো ফিকে হয়ে আসা রাতে
এসো মেঘ ভাঙা আশ্বিনে
এসো আঁধারে উল্কাপাতে।।

এসো স্মৃতি মুছে দেয়া ঢেউ
এসো অতীত ভাসানো বান
এসো ডুবে যাই কেউ কেউ
এসো তলিয়ে যাওয়ার গান।।

এসো শর্তহীনতা মেনে
এসো ফেলে দিয়ে রীতিনীতি
এসো যে পথে হৃদয় চিনে
এসো নামহীন পরিচিতি।।

এসো তাকাবো না আর দূরে
এসো বাঁচি এই লহমায়
এসো ক্ষণিকের এই সুরে
এসো জীবন যে চলে যায়!!


Ekusher Gaan Lyrics একুশের গান লিরিক্স তুলে নিয়ে ভাষার নিশান কবীর সুমন Kabir Suman

Ekusher Gaan Lyrics একুশের গান লিরিক্স তুলে নিয়ে ভাষার নিশান কবীর সুমন Kabir Suman

একুশের গান
কবীর সুমন 

তুলে নিয়ে ভাষার নিশান
আমি গাই একুশের গান।

এখানে আঞ্চলিক ছাপে
আমার মুখের ভাষা কাঁপে
কেঁপে উঠে আমার বানান।

এখনে গেরুয়া সন্ত্রাসে
বর্গীর রথ নেমে আসে
এখনে গেরুয়া সন্ত্রাসে

এখনে হিন্দু সন্ত্রাসে
বর্গীর রথ নেমে আসে,
ওখানে মোল্লা সন্ত্রাসে
বর্গীর রথ নেমে আসে,
নেমে আসে কবর-শ্মশান
আমি তুলি ভাষার নিশান।

তুলে নিয়ে ভাষার নিশান
আমি গাই একুশের গান।


 Shiladitto Lyrics শিলাদিত্ত লিরিক্স মম চিত্তে শিলাদিত্তে কবীর সুমন Kabir Suman

Shiladitto Lyrics শিলাদিত্ত লিরিক্স মম চিত্তে শিলাদিত্তে কবীর সুমন Kabir Suman

শিলাদিত্ত
কবীর সুমন 

মম চিত্তে শিলাদিত্তে হাতে নাতে
আমি ধরবই আমি ধরবই জেলে পুরবই।।
মম ভৃত্য হবে নিত্য শিলাদিত্ত
আমি পারবই আমি পারবই পেরে ছাড়বই।।

প্রতিবাদী মাওবাদী হতে বাধ্য
প্রতিবাদের করে ছাড়বই আমি শ্রাদ্ধ।।
পরিবর্তন গলা কর্তন প্রতিপাদ্য
গলা কই কই গলা কই কই গলা কই কই।।

ক্ষমা কর রবি ঠাকুর তুমি জানো
এ মুহূর্তে প্যারডিতে আছে কেন
বড় সুন্দর মেলে গেল ছন্দটা
জমে দুই দুই জমে দুই দুই জমে দুই দুই।।


Chuti Dot Com Lyrics ছুটি ডট কম লিরিক্স ধ্বস্তাধস্তি করে মাউসটা হাতে ধরে কবীর সুমন Kabir Suman

Chuti Dot Com Lyrics ছুটি ডট কম লিরিক্স ধ্বস্তাধস্তি করে মাউসটা হাতে ধরে কবীর সুমন Kabir Suman

ছুটি ডট কম 
কবীর সুমন 

ধ্বস্তাধস্তি করে মাউসটা হাতে ধরে ইন্টারনেটে
ঢুকতে পেরেছি শেষে ইমেইলের মহাদেশে সফটওয়্যার ঘেঁটে।।

এটা দেখি ওটা দেখি ওয়েবসাইটের ঢেঁকি ধান ভানে রোজ
সার্ভার চুপচাপ নিচ্ছে যুগের মাপ ডট কম-এ খোঁজ।।

সবি দেখি পাওয়া যায় কম্পিউটারটায় যদি টাকা থাকে
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা টাকা কথা রাখে।।

টাকা টাকা করে তাই চলছে জীবনটাই গর্দানে ভাঁজ
চোখে পড়ে নিয়ে ঠুলি ইকমের ব্রজবুলি তুরুপের তাস।।

আষ্টেপৃষ্ঠে বাঁধা আমায় চেয়ো না রাধা আমি নই শ্যাম
হারিয়েছি বাঁশিখানা হয়ে গেছি তালকানা ভুলে গেছি নাম।।

তবুও তোমায় বলি ইঁদুর দৌড়ে গলি চিনে হরদম
ইন্টারনেটে ঢুকে খুঁজছি কপাল ঠুকে ছুটি ডট কম।।


Etai Ekhon Kaj lyrics এটাই এখন কাজ লিরিক্স কবীর সুমন  Kabir Suman

Etai Ekhon Kaj lyrics এটাই এখন কাজ লিরিক্স কবীর সুমন Kabir Suman




এটাই এখন কাজ
কবীর সুমন
এলবাম: পাগলা সানাই (১৯৯৯)

সহজে স্বস্তি দেব না কাউকে আমি
অস্বস্তিতে রয়েছি অনেকদিন,
রাস্তার কুকুরের জিভ হয়ে ঘামি
তোমারও দেখছি অবস্থা সঙ্গিন
ঝুলছে লালায় মাখামাখি হয়ে জিভ
রোদ্দুরে উবে যায় না মুখের লালা
এরই মাঝখানে ছিলিম ধরেছে শিব
ছেলেদের ধরে বাদামি চিনির জ্বালা।

নষ্ট করো না যৌবন ঐভাবে
ওতে শাসকের সুবিধে হয় খুব
বেনিয়ারা ওতে শুধু আশকারা পাবে
দিও না বন্ধু ওদের নেশায় ডুব।

বন্ধুরা দেখ টিভির চ্যানেল ধরে
অষ্ট প্রহর হিন্দির যাওয়া আশা
মুৎসুদ্দীর ফাটকা পুঁজির জোরে
বিপন্ন আজ তোমার বাংলা ভাষা।

প্রতিরোধ করো লালনের নাম নিয়ে
প্রতিরোধ করো তিতুমির তিতুমির
প্রতিরোধ করো ভাষার অস্ত্র দিয়ে
‘বল বীর বল উন্নত মম শির’
প্রতিরোধ করো নজরুল শতবর্ষে
প্রতিরোধ করো একুশে ফেব্রুয়ারি
ভাষার পীড়ন ঘোচাও ভারতবর্ষে
ঘোচাও হিন্দি চাপানোর গাজোয়ারি।

বাংলা ভাষাকে বলছে আঞ্চলিক
হিন্দি রাষ্ট্র মতবাদ গড়ে তুলে,
দরকার হলে আমি খুব প্রাদেশিক
রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে,
প্রতিটি ভাষাই জাতীয় ভাষার দাবি
কেউ কারো চেয়ে কম নয় বেশি নয়,
তবুও আমার স্বপ্ন লোকের চাবি
বাংলায় পাই পৃথিবীর পরিচয়।

আমি নাগরিক কবিয়াল গেয়ে যাই
প্রতিরোধ তোলা আমার বাংলা গান
বাংলা ভাষার কসম যখন খাই
শহীদরা দেন আমার রক্তে টান।

আমি নাগরিক কবিয়াল গান বাঁধি
আপনাকে ডাকি শামসুর রাহমান
দুঃখিনী বর্ণমালায় আমিও কাঁদি
আমি যে আসলে লালনের সন্তান।

আমি সূফী, আমি তথাগতকেও ছুঁই
আমি কীর্তন, আমি গীটার ধরি
নতুন বাংলা গানের সঙ্গে শুই
একদিন যেন বাংলা গানেই মরি।

সতর্ক হও সময় দামাল বড়
সময়টাকে পাল্টানো চাই আজ
পড় সমকাল, দেয়াল লিখন পড়
প্রতিরোধ করো এটাই এখন কাজ।