বেড কভার
কবীর সুমন
বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গল
যখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল
বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলে
গোঙাতে গোঙাতে দেশলাই গাড়ি পাহাড়েই যাবে চলে
পুরনো কৌটো পাহাড়ি বাংলো সেখানে জিরোনো যাবে
কল্পনা নিয়ে খেলতে খেলতে ছোট্ট ছেলেটা ভাবে
দেশলাই কাঠি আসলে মানুষ বানানো নদীতে ভাসে
খরা ও বন্যা দুটোরি খবর ছেলেটার কানে আসে
খানিক দুরেই কাগজের প্লেন বানাতে শিখেছে সদ্য
বড়রা বৃথাই দামী দোকানের খেলনা কিনতে হদ্দ
দামী খেলনাটা কিনে দিয়ে ফের কেড়ে নেওয়া তুলে রাখা
খেলনার চেয়ে ঢের বেশি দামী খেলনা কেনার টাকা
এত টাকা দিয়ে খেলনা কিনেছি নিজেই খেলব তবে
মেট্রো চ্যানেলে নতুন যুগের ছেলেমেয়ে বড় হবে
ছোট্ট ছেলেটা তার টাকা আঁকে রঙিন রঙিন নোট
এগুলোই হবে ব্যালট পেপার বড়দের হলে ভোট
নোট নিয়ে খেলা ভোট নিয়ে খেলা ছোটতে বড়তে মিলে
জীবনের নোট নিয়ে গেল ব্যাঙ ভোট নিয়ে গেল চিলে
চিলেকোঠা নেই ফ্ল্যাট এর রাজ্য শোবার ঘরের কোনে
বেড কভারেই দেশলাই গাড়ি চলছে আপন মনে।
বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গল
যখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল
বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলে
গোঙাতে গোঙাতে দেশলাই গাড়ি পাহাড়েই যাবে চলে
পুরনো কৌটো পাহাড়ি বাংলো সেখানে জিরোনো যাবে
কল্পনা নিয়ে খেলতে খেলতে ছোট্ট ছেলেটা ভাবে
দেশলাই কাঠি আসলে মানুষ বানানো নদীতে ভাসে
খরা ও বন্যা দুটোরি খবর ছেলেটার কানে আসে
খানিক দুরেই কাগজের প্লেন বানাতে শিখেছে সদ্য
বড়রা বৃথাই দামী দোকানের খেলনা কিনতে হদ্দ
দামী খেলনাটা কিনে দিয়ে ফের কেড়ে নেওয়া তুলে রাখা
খেলনার চেয়ে ঢের বেশি দামী খেলনা কেনার টাকা
এত টাকা দিয়ে খেলনা কিনেছি নিজেই খেলব তবে
মেট্রো চ্যানেলে নতুন যুগের ছেলেমেয়ে বড় হবে
ছোট্ট ছেলেটা তার টাকা আঁকে রঙিন রঙিন নোট
এগুলোই হবে ব্যালট পেপার বড়দের হলে ভোট
নোট নিয়ে খেলা ভোট নিয়ে খেলা ছোটতে বড়তে মিলে
জীবনের নোট নিয়ে গেল ব্যাঙ ভোট নিয়ে গেল চিলে
চিলেকোঠা নেই ফ্ল্যাট এর রাজ্য শোবার ঘরের কোনে
বেড কভারেই দেশলাই গাড়ি চলছে আপন মনে।