নচিকেতা ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নচিকেতা ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Ko Fota Chokher Jol felecho Lyrics ক’ফোঁটা চোখের জ‍ল লিরিক্স মান্না দে Manna Dey

Ko Fota Chokher Jol felecho Lyrics ক’ফোঁটা চোখের জ‍ল লিরিক্স মান্না দে Manna Dey


ক’ফোঁটা চোখের জ‍ল
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে

ক’ফোঁটা চোখের জ‍ল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।
কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়
কী সুখ জ‍লাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।


Amar Bhalobasar Rajprasade Lyrics আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স  Manna Dey মান্না দে

Amar Bhalobasar Rajprasade Lyrics আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স Manna Dey মান্না দে

শিরোনামঃ



কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে


আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

নিশুতি রাত গুমরে কাঁদে