সুধীন দাশগুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুধীন দাশগুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Hayto Tomari Janno Lyrics হয়তো তোমারই জন্য লিরিক্স মান্না দে Manna Dey

Hayto Tomari Janno Lyrics হয়তো তোমারই জন্য লিরিক্স মান্না দে Manna Dey


হয়তো তোমারই জন্য
কথাঃ সুধিন দাশগুপ্ত
সুরঃ সুধিন দাশগুপ্ত
কন্ঠঃ মান্না দে
মুভিঃ তিন ভুবনের পারে


হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।

আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত।
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই,

হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।

আহা…

আমি যে দুরন্ত
দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চল যাই

হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,

শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।


Ami Kon Pothe Je Choli Lyrics আমি কোন পথে যে চলি লিরিক্স মান্না দে Manna Dey

Ami Kon Pothe Je Choli Lyrics আমি কোন পথে যে চলি লিরিক্স মান্না দে Manna Dey


আমি কোন পথে যে চলি
কথাঃ সুধীন দাশগুপ্ত
সুরঃ সুধীন দাশগুপ্ত
কন্ঠঃ মান্না দে

আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি

সেই গলিতেই ঢুকতে গিয়ে
হোচট খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার
দাঁড়িয়ে আছে একি
ভয়েরই খাড়াতে হয়ে গেলাম
পাঁঠা বলি

এখন আমি লেঙচে মরি
ওরে বাবা লেঙচে মরি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরি
হয়তো মনের দরজা খুলে
তুমিও ছিলে বসে
ভেস্তে গেল সুন্দরীগো
সবই কপাল দোষে


করেছি কি ভুল
নিজেই নিজের দু’কান মলি