মান্না দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মান্না দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sobai To Sukhi Hote Chay Lyrics সবাই তো সুখী হতে চায় লিরিক্স মান্না দে Manna Dey

Sobai To Sukhi Hote Chay Lyrics সবাই তো সুখী হতে চায় লিরিক্স মান্না দে Manna Dey

সবাই তো সুখী হতে চায়
কথাঃ জহর মজুমদার
সুরঃ প্রভাস দে
কন্ঠঃ মান্না দে

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না

আশায় আশায় তবু এই আমি থাবি
যাদি আসে কোন দিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা আর প্রানে সয়না

ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়

আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হাড়াবো
এই চেয়ে থাকা আর প্রানে সয়না
 Sundari Go Dohai Dohai Lyrics সুন্দরীগো দোহাই দোহাই লিরিক্স মান্না দে Manna Dey

Sundari Go Dohai Dohai Lyrics সুন্দরীগো দোহাই দোহাই লিরিক্স মান্না দে Manna Dey


সুন্দরীগো দোহাই দোহাই
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

সুন্দরীগো দোহাই দোহাই
মান করোনা
আজ নিশীথে কাছে থাকো
না বলো না ।

অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে
না না
চন্দ্রহারে কাজলধোঁয়া
জল ফেলোনা।

একেই তো এই জীবন ভরে
কাজের বোঝাই জমে
আজ পৃথিবীর ভালোবাসার
সময় গেছে কমে
না না
একটু ফাগুন আগুন দিয়ে
না জ্বেলোনা।


 Seito Abar Kache Ele Lyrics সেইতো আবার কাছে এলে লিরিক্স মান্না দে Manna Dey

Seito Abar Kache Ele Lyrics সেইতো আবার কাছে এলে লিরিক্স মান্না দে Manna Dey


সেইতো আবার কাছে এলে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

সেইতো আবার কাছে এলে
এতদিন দুরে থেকে বলোনা কি সুখ তুমি পেলে।

এ কেমন ভালবাসা কে জানে
কি ভেবে গো ব্যাথা দিলে এ প্রানে
নিজ হাতে মনি দ্বীপ নিভায়ে
আবার নিজেই দিলে জ্বেলে।

তুমি তো আমায় ভালো চেনো
তুমি ছাড়া কোন গান ভাবতেও পারিনা তা জেনো।

তবু যদি ভাব সবই ছলনা
সেই কথা মুখে কেন বলনা
ঝড়া মালা কেন দাও পড়ায়ে
ধুলিতে দাওনা তারে ফেলে।


Katodin Dekhini tomay Lyrics  কতদিন দেখিনি তোমায় লিরিক্স মান্না দে Manna Dey

Katodin Dekhini tomay Lyrics কতদিন দেখিনি তোমায় লিরিক্স মান্না দে Manna Dey


কতদিন দেখিনি তোমায়
কথাঃ প্রণব রায়
সুরঃ কমল দাশগুপ্ত
কণ্ঠঃ মান্না দে

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়

কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি

হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী

কতদিন দেখিনি তোমায়





Ko Fota Chokher Jol felecho Lyrics ক’ফোঁটা চোখের জ‍ল লিরিক্স মান্না দে Manna Dey

Ko Fota Chokher Jol felecho Lyrics ক’ফোঁটা চোখের জ‍ল লিরিক্স মান্না দে Manna Dey


ক’ফোঁটা চোখের জ‍ল
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে

ক’ফোঁটা চোখের জ‍ল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।
কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়
কী সুখ জ‍লাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।


 Khub Jante Ichhe Kore Lyrics খুব জানতে ইচ্ছে করে লিরিক্স মান্না দে Manna Dey

Khub Jante Ichhe Kore Lyrics খুব জানতে ইচ্ছে করে লিরিক্স মান্না দে Manna Dey


খুব জানতে ইচ্ছে করে
কন্ঠঃ মান্না দে
কথাঃ মুক্তি রায়চৌধুরী
সুরঃ প্রভাস দে

খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পুজার ফুল তুলে
পুজার ছলে আমারি কথা ভাবো
বসে ঠাকুর ঘরে

এখানো কি সন্ধাবেলা
আমার বাড়ি ফেরার সময় পেড়িয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে

এখানো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে





Kaharba Noy Dadra Bajao Lyrics কাহারবা নয় দাদরা বাজাও লিরিক্স মান্না দে Manna Dey

Kaharba Noy Dadra Bajao Lyrics কাহারবা নয় দাদরা বাজাও লিরিক্স মান্না দে Manna Dey


কাহারবা নয় দাদরা বাজাও
কন্ঠঃ মান্না দে
কথাঃ গৌরপ্রসন্ন মজুমদার
সুরঃ মান্না দে

কাহারবা নয় দাদরা বাজাও
উল্টো পাল্টা মারছ চাঁটি
শশীকান্ত তুমিই দেখছি
আসরটাকে করবে মাটি।

রোশনী বাঈয়ের পায়ের পায়েল
কলজেটাকে করুক ঘায়েল
আমার পদ্মপাতায় লাগবে না দাগ
কলঙ্কপাঁক যতই ঘাঁটি (আহ)।

গোলাপ জল দাও ছিটিয়ে,
গোলাপ ফুলের পাপড়ি ছড়াও
ভুলতে যে চাই বুকের জ্বালা
রক্তে নেশার আগুন ধরাও।

প্রতি রাতের এই যে আসর
এই তো আমার জীবন বাসর
আমার ইচ্ছে করে শূন্যে উঠে
মেঘের উপর দিয়ে হাঁটি (আহ)।


Jodi Kagoje Lekho Naam Lyrics যদি কাগজে লেখ নাম লিরিক্স মান্না দে Manna Dey

Jodi Kagoje Lekho Naam Lyrics যদি কাগজে লেখ নাম লিরিক্স মান্না দে Manna Dey


যদি কাগজে লেখ নাম
কন্ঠঃ মান্না দে
কথাঃ গৌরপ্রসন্ন মজুমদার
সুরঃ নচিকেতা ঘোষ

যদি কাগজে লেখ নাম, কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।

হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।
কেউ কি ভেবেছিল শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে।
হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।

গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা।
চোখেরও আড়ালে মাটির নিচে ওই
ফোল্গু চিরদিনই নিরবে বয়ে যাবে।
হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখ নাম, কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।


 Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey

Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey


যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাষ দে
কন্ঠঃ মান্না দে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতিপূরণ করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সেই পাখিকেই ডাকলে কেন
নতুন পাখা মেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব
আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব

সেই পাথরচাপা ঝর্ণাকে আবার
বললে কেন সময় হলো নদী হয়ে যাবার?
জানি না তো কোন মরুতে
রাখবে তারে ফেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরন করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?

যে ক্ষতি, যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে


 Jani Tomar Premer Jogya Ami to Noi Lyrics জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই লিরিক্স মান্না দে Manna Dey

Jani Tomar Premer Jogya Ami to Noi Lyrics জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই লিরিক্স মান্না দে Manna Dey



জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
পাছে ভালোবেসে ফেল তাই
দুরে দুরে রই।।

আমার এ পথে শুধু আছে মরুভুমি ধু ধু
আমি কি ভাবে বাচাবো তোমার মাধবী ঐ।।

কতো পেয়ালা লাঞ্চনার আমি নীরবে করি যে পান
আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরি গান।

এমনি বিভেদ কতো মনে আসে অবিরত
দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই।।


Hayto Tomari Janno Lyrics হয়তো তোমারই জন্য লিরিক্স মান্না দে Manna Dey

Hayto Tomari Janno Lyrics হয়তো তোমারই জন্য লিরিক্স মান্না দে Manna Dey


হয়তো তোমারই জন্য
কথাঃ সুধিন দাশগুপ্ত
সুরঃ সুধিন দাশগুপ্ত
কন্ঠঃ মান্না দে
মুভিঃ তিন ভুবনের পারে


হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।

আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত।
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই,

হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।

আহা…

আমি যে দুরন্ত
দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চল যাই

হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,

শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।


 Ei Kule Ami Ar Oi Kule Tumi Lyrics এই কূলে আমি আর ওই কূলে তুমি লিরিক্স মান্না দে Manna Dey

Ei Kule Ami Ar Oi Kule Tumi Lyrics এই কূলে আমি আর ওই কূলে তুমি লিরিক্স মান্না দে Manna Dey



এই কূলে আমি আর ওই কূলে তুমি
কন্ঠঃ মান্না দে
কথাঃ বঙ্কিম ঘোষ
সুরঃ মান্না দে


এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলদোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিঢ এই পরিচয়
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়






DIp Chilo Sikha Chilo Lyrics দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স Manna Dey মান্না দে

DIp Chilo Sikha Chilo Lyrics দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স Manna Dey মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাস দে 
কন্ঠঃ মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না
বলে আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না
বলে মন কথা বললো না।

ঝর্নাকে মনে হয় নদী।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।


বুক ভরা আশা নিয়ে
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার।


যে মালার ফুল গেছে ঝরে।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না ।


   Coffee House Er Sei Adda ta Lyrics কফি হাউজের সেই আড্ডাটা লিরিক্স মান্না দে Manna Dey

Coffee House Er Sei Adda ta Lyrics কফি হাউজের সেই আড্ডাটা লিরিক্স মান্না দে Manna Dey


 কফি হাউজের সেই আড্ডাটা
কথাঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ
কন্ঠঃ মান্না দে

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।

নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত,
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দি সুজাটা বসে শুধু থাকত।।

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত
রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা
অফিসে সোস্যালে ম্যামেচার নাটকে রমা রম অভিনয় করত
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।।

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।



Ami Niralay Bose Lyrics আমি নিরালায় বসে লিরিক্স  Manna Dey  মান্না দে

Ami Niralay Bose Lyrics আমি নিরালায় বসে লিরিক্স Manna Dey মান্না দে


আমি নিরালায় বসে
কথাঃ শ্যামল গুপ্ত
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।

ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন।

ফগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়।

কবে চলে গেছ সে কথা তখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসীন।
Ami Kon Pothe Je Choli Lyrics আমি কোন পথে যে চলি লিরিক্স মান্না দে Manna Dey

Ami Kon Pothe Je Choli Lyrics আমি কোন পথে যে চলি লিরিক্স মান্না দে Manna Dey


আমি কোন পথে যে চলি
কথাঃ সুধীন দাশগুপ্ত
সুরঃ সুধীন দাশগুপ্ত
কন্ঠঃ মান্না দে

আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি

সেই গলিতেই ঢুকতে গিয়ে
হোচট খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার
দাঁড়িয়ে আছে একি
ভয়েরই খাড়াতে হয়ে গেলাম
পাঁঠা বলি

এখন আমি লেঙচে মরি
ওরে বাবা লেঙচে মরি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরি
হয়তো মনের দরজা খুলে
তুমিও ছিলে বসে
ভেস্তে গেল সুন্দরীগো
সবই কপাল দোষে


করেছি কি ভুল
নিজেই নিজের দু’কান মলি


Amar Bhalobasar Rajprasade Lyrics আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স  Manna Dey মান্না দে

Amar Bhalobasar Rajprasade Lyrics আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স Manna Dey মান্না দে

শিরোনামঃ



কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে


আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

নিশুতি রাত গুমরে কাঁদে