প্রভাস দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রভাস দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sobai To Sukhi Hote Chay Lyrics সবাই তো সুখী হতে চায় লিরিক্স মান্না দে Manna Dey

Sobai To Sukhi Hote Chay Lyrics সবাই তো সুখী হতে চায় লিরিক্স মান্না দে Manna Dey

সবাই তো সুখী হতে চায়
কথাঃ জহর মজুমদার
সুরঃ প্রভাস দে
কন্ঠঃ মান্না দে

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না

আশায় আশায় তবু এই আমি থাবি
যাদি আসে কোন দিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা আর প্রানে সয়না

ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়

আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হাড়াবো
এই চেয়ে থাকা আর প্রানে সয়না
 Khub Jante Ichhe Kore Lyrics খুব জানতে ইচ্ছে করে লিরিক্স মান্না দে Manna Dey

Khub Jante Ichhe Kore Lyrics খুব জানতে ইচ্ছে করে লিরিক্স মান্না দে Manna Dey


খুব জানতে ইচ্ছে করে
কন্ঠঃ মান্না দে
কথাঃ মুক্তি রায়চৌধুরী
সুরঃ প্রভাস দে

খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পুজার ফুল তুলে
পুজার ছলে আমারি কথা ভাবো
বসে ঠাকুর ঘরে

এখানো কি সন্ধাবেলা
আমার বাড়ি ফেরার সময় পেড়িয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে

এখানো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে





 Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey

Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey


যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাষ দে
কন্ঠঃ মান্না দে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতিপূরণ করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সেই পাখিকেই ডাকলে কেন
নতুন পাখা মেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব
আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব

সেই পাথরচাপা ঝর্ণাকে আবার
বললে কেন সময় হলো নদী হয়ে যাবার?
জানি না তো কোন মরুতে
রাখবে তারে ফেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরন করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?

যে ক্ষতি, যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে


DIp Chilo Sikha Chilo Lyrics দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স Manna Dey মান্না দে

DIp Chilo Sikha Chilo Lyrics দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স Manna Dey মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাস দে 
কন্ঠঃ মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না
বলে আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না
বলে মন কথা বললো না।

ঝর্নাকে মনে হয় নদী।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।


বুক ভরা আশা নিয়ে
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার।


যে মালার ফুল গেছে ঝরে।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না ।