বঙ্কিম ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বঙ্কিম ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 Ei Kule Ami Ar Oi Kule Tumi Lyrics এই কূলে আমি আর ওই কূলে তুমি লিরিক্স মান্না দে Manna Dey

Ei Kule Ami Ar Oi Kule Tumi Lyrics এই কূলে আমি আর ওই কূলে তুমি লিরিক্স মান্না দে Manna Dey



এই কূলে আমি আর ওই কূলে তুমি
কন্ঠঃ মান্না দে
কথাঃ বঙ্কিম ঘোষ
সুরঃ মান্না দে


এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলদোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিঢ এই পরিচয়
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়