সলিল চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সলিল চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Halud Gandar Ful de ene Lyrics হলুদ গাঁদার ফুল দে এনে লিরিক্স

Halud Gandar Ful de ene Lyrics হলুদ গাঁদার ফুল দে এনে লিরিক্স

  • হলুদ গাঁদার ফুল

    গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1972
  • হলুদ গাঁদার ফুল দে এনে দে

    সাতনরি হার কানে ঝুমকোলতা

    রূপকুমারী মেয়ে মান করেছে

    বাঁধবে না চুল সে বাঁধবে না রে

    হলুদ গাঁদার ফুল দে এনে দে

    সাতনরি হার কানে ঝুমকোলতা

    রূপকুমারী মেয়ে মান করেছে

    বাঁধবে না চুল সে বাঁধবে না রে

    হলুদ গাঁদার ফুল দে এনে দে


    আজ আকাশে আকাশকন্যা বাদল মেলেছে

    আজ আকাশে আকাশকন্যা বাদল মেলেছে

    নীল যমুনায় কালো ঢেউয়ে ঢেউয়ে মাতন লেগেছে রে

    আজ মাতন লেগেছে

    কনক চাঁপা কনক চাঁপার ফুল দে এনে দে

    কামরাঙা রঙ শাড়ি টিপ কুমকুম

    রূপকুমারী মেয়ে মান করেছে

    বাঁধবে না চুল সে বাঁধবে না রে

    হলুদ গাঁদার ফুল দে এনে দে


    আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না

    আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না

    পাতায় পাতায় আজ মর্মর তুলে দখিনা বহে না রে

    আজ দখিনা বহে না

    ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর নুপুর এনে দে

    পৈছা রুপোর বেলোয়ারি কাঁকন

    রূপকুমারী মেয়ে মান করেছে

    বাঁধেব না সে চুল বাঁধেব না রে

    হলুদ গাঁদার ফুল দে এনে দে

    সাতনরি হার কানে ঝুমকোলতা

    রূপকুমারী মেয়ে মান করেছে

    বাঁধেব না চুল সে বাঁধেব না রে

    হলুদ গাঁদার ফুল দে এনে দে



E Mon Mor Jani na Kotha Je Haralo Lyrics এ মন মোর জানি না কোথা যে হারালো লিরিক্স

E Mon Mor Jani na Kotha Je Haralo Lyrics এ মন মোর জানি না কোথা যে হারালো লিরিক্স

 

  • এ মন মোর জানি না কোথা যে হারালো

    গায়ক: নির্মলা মিশ্র | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1963
  • এ মন মোর জানি না কোথা যে হারালো

    ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে

    নয়নে নয়ন রেখে কতই খুঁজেছি

    বৃথাই গেয়েছি বীণারে সাধিয়ে

    এ মন মোর জানি না কোথা যে হারালো

    ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে


    আমি যে নিজেরে বুঝি না চিনি না

    দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না

    আমি যে নিজেরে বুঝি না চিনি না

    দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না

    নিজেরে চিনি না

    মরমে প্রদীপ শিখা যতই জ্বেলেছি

    ততই সে মোরে দিল যে ধাঁধিয়ে

    এ মন মোর জানি না কোথা যে হারালো

    ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে


    যা কিছু মনে মনে আমি রচি তোমার ছায়াতে

    ভেঙ্গে ভেঙ্গে যায় কোন সুদূরের মায়াতে

    যা কিছু মনে মনে আমি রচি তোমার ছায়াতে

    ভেঙ্গে ভেঙ্গে যায় কোন সুদূরের মায়াতে

    নিজেরে খুঁজেছি অজানা আকাশে

    অচেনা ফাগুনে উতলা বাতাসে

    নিজেরে খুঁজেছি অজানা আকাশে

    অচেনা ফাগুনে উতলা বাতাসে

    উতলা বাতাসে

    আমারই স্বপনভরা উধাও ছবিটি

    জানি না কে রাখে দুচোখে বাঁধিয়ে

    এ মন মোর জানি না কোথা যে হারালো

    ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে



Kichu To Chahini Ami Lyrics কিছু তো চাহি নি আমি লিরিক্স

Kichu To Chahini Ami Lyrics কিছু তো চাহি নি আমি লিরিক্স

 

  • কিছু তো চাহি নি আমি

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1972
  • কিছু তো চাহি নি আমি

    শুধু চেয়ে চেয়ে থাকি

    যদি কিছু বলো

    আমি ছলছল চোখে

    স্বপন সাজায়ে

    এ জীবন বয়ে যাবো

    বাকি দিনযামী


    কিছু তো চাহি নি আমি

    শুধু চেয়ে চেয়ে থাকি

    যদি কিছু বলো

    আমি ছলছল চোখে

    স্বপন সাজায়ে

    এ জীবন বয়ে যাবো

    বাকি দিনযামী


    কিছু তো চাহিনি আমি


    এই মন কি যে চাহে

    সে তো নিজেও জানে না

    তবু কিছুতে সে মানে না

    তারায় তারায় দেখে শুধু

    সে যে তোমার আঁখি তারা

    ভুবন আমার সে যে শুধু

    তোমার পথগামী


    কিছু তো চাহি নি আমি


    দাও না দাও না দাও না

    আমার হৃদয় ভরে দাও না

    নাও না আমার সবই

    নাও গো নাও

    আমার সকল শূন্য করে

    আমি আবার যাব ভরে

    সুরহীনা মনবীণা

    রবে না কো থামি


    কিছু তো চাহি নি আমি

    শুধু চেয়ে চেয়ে থাকি

    যদি কিছু বলো

    আমি ছলছল চোখে

    স্বপন সাজায়ে

    এ জীবন বয়ে যাবো

    বাকি দিনযামী


    কিছু তো চাহি নি আমি



Bul Bul Pakhi Moyna Tiye Lyrics বুলবুল পাখি ময়না টিয়ে লিরিক্স

Bul Bul Pakhi Moyna Tiye Lyrics বুলবুল পাখি ময়না টিয়ে লিরিক্স

 

  • বুলবুল পাখি ময়না টিয়ে

    গায়ক: অন্তরা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1977
  • বুলবুল পাখি ময়না টিয়ে

    আয় না যা না গান শুনিয়ে

    বুলবুল পাখি ময়না টিয়ে

    আয় না যা না গান শুনিয়ে

    দূর দূর বনের গান

    নীল নীল নদীর গান

    দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে

    বুলবুল পাখি ময়না টিয়ে

    আয় না যা না গান শুনিয়ে


    ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়

    কুল কুল কুল কুল রোজ বয়ে যায়

    বাঙ্গমা ব্যঙ্গমী গল্প শোনায়

    রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায়

    ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা

    এলি কি বল না সেই দেশ বেড়িয়ে

    বুলবুল পাখি ময়না টিয়ে

    আয় না যা না গান শুনিয়ে


    কোন গাছে কোথায় বাসা তোদের

    ছোট্ট কি বাচ্চা আছে তোদের

    দিবি কি আমায় দুটো তাদের

    আদর করে আমি পুষব তাদের

    সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে

    রাধে কৃষ্ণ গান দেব শিখিয়ে 


    বুলবুল পাখি ময়না টিয়ে

    আয় না যা না গান শুনিয়ে

    দূর দূর বনের গান

    নীল নীল নদীর গান

    দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে

    বুলবুল পাখি ময়না টিয়ে

    আয় না যা না গান শুনিয়ে



Ekdin Fire Chole Jabo Lyrics একদিন ফিরে যাব চলে লিরিক্স

Ekdin Fire Chole Jabo Lyrics একদিন ফিরে যাব চলে লিরিক্স

 

  • একদিন ফিরে যাব চলে

    গায়ক: দ্বিজেন মুখোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1963
  • একদিন ফিরে যাব চলে

    এ ঘর শূন্য করে

    বাঁধন ছিন্ন করে

    যদি চাহো যেয়ো ভুলে


    মনে মনে হয়ত কিছুদিন ডাকবে

    কিছু কিছু গান মোর মনেতে রাখবে

    মনে মনে হয়ত বা ডাকবে

    ও ও ও

    মনে মনে হয়ত কিছুদিন ডাকবে

    কিছু কিছু গান মোর মনেতে রাখবে

    মনে মনে হয়ত বা ডাকবে

    আমি তখন চাওয়া পাওয়ার

    অতীত মাঝে রব মিলে


    একদিন ফিরে যাব চলে

    এ ঘর শূন্য করে

    বাঁধন ছিন্ন করে

    যদি চাহো যেয়ো ভুলে


    একদিন ফিরে যাব চলে


    আমি সব ঝর্ণার ঝর ঝর ছন্দে

    মিলে যাব বকুল চামেলির গন্ধে

    সৌরভে ছন্দে আনন্দে

    ও ও ও

    আমি সব ঝর্ণার ঝর ঝর ছন্দে

    মিলে যাব বকুল চামেলির গন্ধে

    সৌরভে ছন্দে আনন্দে

    তোমার সকল খুশির খেলায়

    আমায় পাবে তোমার দলে


    একদিন ফিরে যাব চলে

    এ ঘর শূন্য করে

    বাঁধন ছিন্ন করে

    যদি চাহো যেয়ো ভুলে

    একদিন ফিরে যাব চলে



Ogo Amar Kuntalini Priye Lyrics ওগো আমার কুন্তলিনী প্রিয়ে লিরিক্স

Ogo Amar Kuntalini Priye Lyrics ওগো আমার কুন্তলিনী প্রিয়ে লিরিক্স

 

  • ওগো আমার কুন্তলিনী প্রিয়ে

    গায়ক: পিন্টু ভট্টাচার্য | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1972
  • ওগো আমার কুন্তলিনী প্রিয়ে

    এই মন অন্তর গিয়েছ নিয়ে

    শূন্য ঘরে বলো থাকি কী নিয়ে

    হায় কী যে করি তা জানি না

    মন যে কিছুতে মানে না

    কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে

    কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে


    ওগো আমার কুন্তলিনী প্রিয়ে


    নিঃঝুম নিশুতি এই রজনী

    আর যেন কাটে না গো সজনী

    নিঃঝুম নিশুতি এই রজনী

    আর যেন কাটে না গো সজনী

    তারা ভরা ঐ আকাশ কাঁদে

    দুটি তারা তোমার আঁখির অভাব নিয়ে

    কী যে করি তা জানি না

    মন যে কিছুতে মানে না

    কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে

    কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে


    ওগো আমার কুন্তলিনী প্রিয়ে


    সঙ্গিনী মোর প্রতিটি স্বপনে

    এসেছ কত না সংগোপনে

    সঙ্গিনী মোর প্রতিটি স্বপনে

    এসেছ কত না সংগোপনে

    যা কিছু ছুঁয়েছ তারে করেছ সোনা

    ভালোবেসে রঙে রসে ভরিয়ে দিয়ে

    কী যে করি তা জানি না

    মন যে কিছুতে মানে না

    কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে

    কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে


    ওগো আমার কুন্তলিনী প্রিয়ে

    এই মন অন্তর গিয়েছ নিয়ে

    শূন্য ঘরে বলো থাকি কী নিয়ে



Oi Ghum Ghum Ghumanta Lyrics ঐ ঘুম ঘুম ঘুমন্ত লিরিক্স

Oi Ghum Ghum Ghumanta Lyrics ঐ ঘুম ঘুম ঘুমন্ত লিরিক্স

 

  • ঐ ঘুম ঘুম ঘুমন্ত

    গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1966
  • ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না


    ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না


    কেন কেমন কেমন করে

    যদি গগন মেঘে ভরে

    কেন কেমন কেমন করে

    যদি গগন মেঘে ভরে

    আর যারে পাবো না

    এই মন তার তরে

    যখন যখন আসে ফাগুন দারুণ

    দুই নয়ন কেন ভরে


    আর ঝড় ঝড় দুরন্ত ঝড় যদি আসে রে

    মোর মন অনন্ত শূন্যতে ভাসে রে

    মনে হয় চাওয়া পাওয়া নয় কিছু নয়

    কেন জানি না তা জানি না


    ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না


    কার চরণ ধ্বনি শুনি

    বসে বসে যে কাল গুনি

    কার চরণ ধ্বনি শুনি

    বসে বসে যে কাল গুনি

    কার যে চোখের চাওয়ায় স্বপ্নের জাল বুনি

    দারুণ স্বরে বেঁধে আমায় এমন

    হায় সে কোন ফাল্গুনী


    আর ফুল ফুল ফুলন্ত ফুল যদি ফোটে রে

    ছল ছল ছলন্ত নদী যদি ছোটে রে

    মোর মন বৈরাগী শিশুর মতন

    কেন জানি না তা জানি না


    ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না



Shuno Shuno Go sobe Lyrics শুনো শুনো গো সবে লিরিক্স

Shuno Shuno Go sobe Lyrics শুনো শুনো গো সবে লিরিক্স

 

  • শুনো শুনো গো সবে

    গায়ক: কিশোর কুমার | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: কবিতা
  • শুনো শুনো গো সবে শুনো দিয়া মন

    বিচিত্র কাহিনী এক করি বর্ণন

    এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে

    ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে

    আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়

    সারাটা দিন ধেনু চড়াত বনে

    থামায়ে ডাকাডাকি শুনিতো পশুপাখি

    যখন বাজাত বেণু নিজেরই মনে


    পশুপাখি হরিণ হাতী সাথী ছিল তার

    সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তার

    বুঝত সে তাদেরই কথা তারা বুঝত তার

    এমনি করে কয়েক বছর হয়ে গেলো পার

    হঠাৎ কি হলো মনে ভাবল রাখাল কি কারণে

    মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়

    যা ছিল ধূলি কড়ি তাই নিয়ে সে দিলো পাড়ি

    যাবার আগে সবার কাছে নিল সে বিদায়


    হাতী প্রথমে কেঁদে বলল থেকে যাও

    গরু বাছুর ছাগল সবাই বললো সঙ্গে নাও

    এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে

    বললো মোরা গান শুনিয়ে রাখব তোমায় বেঁধেে

    কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে

    গেলো সে ইস্টিশনে বাধা না মেনে

    রেলের গাড়িতে চড়ে গেলো সে দূর শহরে

    সঙ্গী সাথী পশুপাখি ফেলে পিছনে


    শহরে এসে রাখালের লেগে গেল তাক

    বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাঁক ডাক

    মানুষে মেশিনে সেথা চলে লেনদেন

    আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন

    সেই শহরে রাজমহলের এক কোনে এক আস্তাবলে

    ঘোড়া দেখাশোনার ছলে পেয়ে গেল কাজ

    কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে

    মানুষ এ কি কথা বলে ভুলে গেছে আজ

    তার ভাষাও কেউ বোঝে না করে হাসাহাসি

    হি হি হি

    মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি


    বাঁশি শুনে সেই শহরে যত কুকুর ছিল

    রাখাল ছেলের সঙ্গে তাদের ভারি দোস্তি হলো

    কিন্তু মাসীর গুণপনার ভক্ত ছিল আর একজনা

    সেই প্রাসাদের রাজার কন্যা চম্পাবতী নাম

    রাখার ছেলের অগোচরে রোজ নিশিতে তার শিয়রে

    একশো চাঁপা ফুলের গোড়ে দিয়ে যেত ধাম

    কিছুই জানে না রাখাল শুধু মনে ভাবে

    সরস্বতীর আশীর্বাদের ফুল বুঝি বা হবে

    এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম

    দেখে চম্পাবতী শিয়রে তার দাড়িয়ে নিঝুম


    অগাধ রূপের রাশি মুখে মধুর হাসি

    বলে তোমার বাঁশি আমি যে দাসী

    ওগো রাখাল ছেলে কোন সে দেশে খুঁজে ফেলে

    এ কোন সুরের জালে বাঁধলে গো আসি

    বুঝল না সে রাখাল ছেলে রাজকুমারের ভাষা

    রইল চেয়ে বোকার মতন দুচোখ ভাসা ভাসা

    রাজকুমারী ভাবল বুঝি কোন দেশী এ চাষা 

    চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা


    এরপরে এক রাজার কুমার

    অ্যাম্বাসেডর গাড়ি চড়ে তার

    এল জিতে নিলো কন্যার কোমল হৃদয়

    বললো চম্পাবতী হাসি ওগো রাখাল সন্যাসী

    এবার তুমি বাজাও বাঁশি দাও করে বিদায়


    সেই প্রাসাদে বন্দী ছিল এক যে খাঁচার টিয়ে

    বললো রাখাল ছেলে শোনো যা বলি মন দিয়ে

    যাও ফিরে যাও বনে তোমার

    কেউ বুঝবে না কথা তোমার

    মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম

    এরপরে যা হবার হলো রাজার ছেলে চলে গেল 

    আমার কথাটি ফুরাল কাহিনী খতম


    বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম

    যেন চিরসুখী হয় দম্পতি খুরে মনস্কাম

    এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই

    বলো রাম রাম



Surer Ei Jhar Jhar Jharna সুরের এই ঝর ঝর ঝরনা লিরিক্স

Surer Ei Jhar Jhar Jharna সুরের এই ঝর ঝর ঝরনা লিরিক্স

 

  • সুরের এই ঝর ঝর ঝরনা

    গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • সুরের এই ঝর ঝর ঝরনা

    ঝরনা হায় মরি হায় মরি হায় রে

    ঝরনা ঝরে রে

    ফুলের এই গুন গুন গুঞ্জন

    দুজনায় যাই চলি যাই চলি যাই রে

    রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে


    মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে

    মনের ময়ূরী নাচে তালে তালে

    মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে

    মনের ময়ূরী নাচে তালে তালে

    গানে গানে

    প্রাণে প্রাণে

    গানে গানে

    প্রাণে প্রাণে

    সুরের সুরভি ভরে রে


    সুরের এই ঝর ঝর ঝরনা

    ঝরনা হায় মরি হায় মরি হায় রে

    ঝরনা ঝরে রে

    ফুলের এই গুন গুন গুঞ্জন

    দুজনায় যাই চলি যাই চলি যাই রে

    রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে


    লোটন লোটন পায়রাগুলি পেখম মেলেছে

    রোদের সোনালি রঙ অঙ্গে মেখেছে

    লোটন লোটন পায়রাগুলি পেখম মেলেছে

    রোদের সোনালি রঙ অঙ্গে মেখেছে

    মরি মরি

    কী যে করি

    মরি মরি

    কী যে করি

    হৃদয় আকুল করে রে


    সুরের এই ঝর ঝর ঝরনা

    ঝরনা হায় মরি হায় মরি হায় রে

    ঝরনা ঝরে রে

    ফুলের এই গুন গুন গুঞ্জন

    দুজনায় যাই চলি যাই চলি যাই রে

    রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে



Nijere Haraye Khuji Lyrics নিজেরে হারায়ে খুঁজি লিরিক্স

Nijere Haraye Khuji Lyrics নিজেরে হারায়ে খুঁজি লিরিক্স

 

  • নিজেরে হারায়ে খুঁজি

    গায়ক: মাধুরী চট্টোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1961
  • নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি


    কি যে গান গেয়েছি ভুলে

    কি কথা কয়েছি ভুলে

    কি যে গান গেয়েছি ভুলে

    কি কথা কয়েছি ভুলে

    সে সবই আজিকে শুধু

    এসেছে ব্যথারই সাজে


    নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি


    যদিও সমুখে শুধু

    ধূসর মরু যে ধুধু

    যদিও সমুখে শুধু

    ধূসর মরু যে ধুধু

    তবুও জানি যে তুমি

    আসিবে তৃষারই সাজে


    নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি



swaraswati Nodi Tire Lyrics সরস্বতী নদী তীরে লিরিক্স

swaraswati Nodi Tire Lyrics সরস্বতী নদী তীরে লিরিক্স

 

  • সরস্বতী নদী তীরে

    গায়ক: কার্তিককুমার ও বসন্তকুমার | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1982
  • সরস্বতী নদী তীরে

    কল্পনায় ঘিরে ঘিরে


    সরস্বতী নদী তীরে

    কল্পনায় ঘিরে ঘিরে


    আলপনায় আঁকা উঠোন পেরিয়ে

    যদি উঠতে দাওয়ায়

    তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী

    তুমি সে কুটিরে


    সরস্বতী নদী তীরে

    কল্পনায় ঘিরে ঘিরে


    আলপনায় আঁকা উঠোন পেরিয়ে

    যদি উঠতে দাওয়ায়

    তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী

    তুমি সে কুটিরে


    ভ্রমরকৃষ্ণ চোখ দুটি

    ঠোট গোলাপ যেন ফুটি ফুটি

    ভ্রমরকৃষ্ণ চোখ দুটি

    ঠোট গোলাপ যেন ফুটি ফুটি

    বসতে দিত পেতে শীতলপাটি

    সে কত যত্ন করে

    শুধাতো মৃদু হেসে

    আবার কবে আমি যাব ফিরে


    হায় রে আর তো কখনো সে গাঁয়েতে

    ফিরে আর যাব না

    যা কিছু হারাল আর তো ফিরে

    তাকে পাব না


    হায় রে আর তো কখনো সে গাঁয়েতে

    ফিরে আর যাব না

    যা কিছু হারাল আর তো ফিরে

    তাকে পাব না


    পুবের আলো ফুটতে না ফুটতে

    রোজ তাকে হত যে উঠতে

    পুবের আলো ফুটতে না ফুটতে

    রোজ তাকে হত যে উঠতে

    পান্তাভাতে কাঁচালংকা মেখে দিয়ে

    জারক লেবু

    দিত সে পিঁড়ি পেতে খেতে

    পাখার হাওয়া দিতে দিতে

    কি জানি কী রোগে কী হল

    চিরকালের মতো সে গেল

    কি জানি কী রোগে কী হল

    চিরকালের মতো সে গেল

    দুচোখে মিনতি ভরে কেঁদে সে হাত

    ধরে বলে গেল

    জনমে জনমে যেন তোমাকে পাই

    আমি ফিরে ফিরে


    হায় রে আর তো কখনো সে গাঁয়েতে

    ফিরে আর যাব না

    যা কিছু হারাল আর তো ফিরে

    তাকে পাব না



O projapati Prajapati Pakhna Lyrics ও প্রজাপতি প্রজাপতি পাখনা লিরিক্স

O projapati Prajapati Pakhna Lyrics ও প্রজাপতি প্রজাপতি পাখনা লিরিক্স

 

  • ও প্রজাপতি প্রজাপতি পাখনা

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো


    বহে না মন্দ বাতাস

    ছন্দবিহীন অন্ধ সে আজ

    বনে বনে কোয়েল দোয়েল

    বন্ধ সে আজ

    বহে না মন্দ বাতাস

    ছন্দবিহীন অন্ধ সে আজ

    বনে বনে কোয়েল দোয়েল

    বন্ধ সে আজ

    মনে পড়ে যায়

    জীবনের সজল সজল উজল উছল নদী

    সে কখন কি কারণ শুকায়ে গেলো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো


    জানি না আর কোনোদিন

    তেমনি রঙ্গিন সব বেদনার

    হবে কি না হবে তেমন সংবেদনা

    জানি না আর কোনোদিন

    তেমনি রঙ্গিন সব বেদনার

    হবে কি না হবে তেমন সংবেদনা

    ঘুমিয়ে ছিলাম

    এ জীবন সে আর এ মোর কখন বসে বসে

    হতাশে হুতাশে ফিরিয়া গেলো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো



O Jhar Jhar Jharna Lyrics ও ঝর ঝর ঝর্ণা লিরিক্স

O Jhar Jhar Jharna Lyrics ও ঝর ঝর ঝর্ণা লিরিক্স

 

  • ও ঝর ঝর ঝর্ণা

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ও ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ওরে হারায়েছে প্রাণমন আমার

    একটুকু সর না তুই একটুকু সর না

    ও ঝর ঝর ঝর্ণা


    ও ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ও ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ওরে হারায়েছে প্রাণমন আমার

    একটুকু সর না তুই একটুকু সর না

    ও ঝর ঝর ঝর্ণা


    ও উপালি উপালি কোনখানে যে আমার মন

    শৈবালে শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন

    ও উপালি উপালি কোনখানে যে আমার মন

    শৈবালে শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন

    উচ্ছ্বলিত ঢেউমানিকের কোনখানে আমার রতন

    তা তো জানি না

    ও ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ও ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ওরে হারায়েছে প্রাণমন আমার

    একটুকু সর না তুই একটুকু সর না

    ও ঝর ঝর ঝর্ণা


    ঐ তরী তীরে বসি ওইখানে আমার স্বজন

    তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ

    ঐ তরী তীরে বসি ওইখানে আমার স্বজন

    তার ছায়া করেছিল তোর বুকেতে সন্তরণ


    চঞ্চলিত জলতরঙ্গে

    হারালো কোথা সে ধন

    তা তো জানি না

    ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ওরে হারায়েছে প্রাণমন আমার

    একটুকু সর না তুই একটুকু সর না

    ও ঝর ঝর ঝর্ণা


    ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ও ঝর ঝর ঝর্ণা

    ও রূপালী বর্ণা

    ওরে হারায়েছে প্রাণমন আমার

    একটুকু সর না তুই একটুকু সর না

    ও ঝর ঝর ঝর্ণা



Na Jeo Na Rajani Ekhono Baki Lyrics না যেও না রজনী এখনও বাকি লিরিক্স

Na Jeo Na Rajani Ekhono Baki Lyrics না যেও না রজনী এখনও বাকি লিরিক্স

 

  • না যেও না রজনী এখনও বাকি

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • না যেও না


    না যেও না

    রজনী এখনও বাকি

    আরও কিছু দিতে বাকি

    বলে রাত জাগা পাখি

    না যেও না

    রজনী এখনও বাকি

    আরও কিছু দিতে বাকি

    বলে রাত জাগা পাখি

    না যেও না


    আমি যে তোমারই শুধু জীবনে মরণে

    আমি যে তোমারই শুধু জীবনে মরণে

    ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে


    না যেও না

    রজনী এখনও বাকি

    আরও কিছু দিতে বাকি

    বলে রাত জাগা পাখি

    না যেও না


    যে কথা বলিতে বাজে

    যে ব্যথা মরমে কাঁদে

    সে কথা বলিতে ওগো দাও

    যে কথা বলিতে বাজে

    যে ব্যথা মরমে কাঁদে

    সে কথা বলিতে ওগো দাও

    জীবন রজনী জানি এমনি পোহাবে

    জীবন রজনী জানি এমনি পোহাবে

    চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে

    না যেও না

    রজনী এখনও বাকি

    আরও কিছু দিতে বাকি

    বলে রাত জাগা পাখি

    না যেও না

    রজনী এখনও বাকি

    আরও কিছু দিতে বাকি

    বলে রাত জাগা পাখি

    না যেও না



Nishidin Nishi din Lyrics নিশিদিন নিশিদিন লিরিক্স

Nishidin Nishi din Lyrics নিশিদিন নিশিদিন লিরিক্স

 

  • নিশিদিন নিশিদিন

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1977
  • মন লাগে না

    তুমি বিনা মোর জীবন যেন

    চাঁদনি বিহীনা রজনী হায়


    নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ

    সে যে তুমি বিন জানে না

    নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ

    সে যে তুমি বিন জানে না

    গুনগুনগুন করুণ সে ধুণ

    মনবিরহী মানে না


    স্বজন আমার থাকে দূরেতে

    আসে সে কাছে শুধু সুরেতে

    স্বজন আমার থাকে দূরেতে

    আসে সে কাছে শুধু সুরেতে

    হায় বিধি হল বাম মোর শ্যাম

    শুধু বাঁশিতে ডাকে আসিতে চাহে না

    ছল ছল ছল ছল যেত যমুনার জল

    কুল কুল স্বরে বহিয়া

    ছল ছল ছল ছল যেত যমুনার জল

    কুল কুল স্বরে বহিয়া

    আজ সে উজান হায় তার প্রাণ

    যায় না কিছু কহিয়া


    ললিতা বিশাখা সখী সজনী

    কাটে না বিহনে তারই রজনী

    ললিতা বিশাখা সখী সজনী

    কাটে না বিহনে তারই রজনী

    আন সখী তারে আন অভিমান

    দিব তাহারই পায়ে ডালিয়ে মোর প্রাণ

    শন্ শন্ শন্ বহে তুফানি পবন

    এলো ঘন গেল কাঁদিয়া

    শন্ শন্ শন্ বহে তুফানি পবন

    এলো ঘন গেল কাঁদিয়া

    মোর ঘরবার হল একাকার

    বিজলী হানে ধাঁধিয়া


    নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ

    সে যে তুমি বিন জানে না

    গুন গুন গুন করুণ সে ধুণ

    মনবিরহী মানে না