পুলক বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পুলক বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sagar Sangame Lyrics, সাগর সঙ্গমে লিরিক্স

Sagar Sangame Lyrics, সাগর সঙ্গমে লিরিক্স

 

  • সাগর সঙ্গমে

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: ভূপেন হাজারিকা, পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • সাগর সঙ্গমে

    সাগর সঙ্গমে

    সাঁতার কেটেছি কত

    কখনও তো হই নাই ক্লান্ত

    সাগর সঙ্গমে

    সাঁতার কেটেছি কত

    কখনও তো হই নাই ক্লান্ত

    তথাপি মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে


    মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে

    জোয়ারের নাই আজি অন্ত

    অজস্র লহরী নব নব গতিতে

    এনে দেয় আশা অফুরন্ত

    সাগর সঙ্গমে


    মোর প্রশান্ত পারেরও

    কত মহাজীবনের শান্তি আজি আক্রান্ত

    নব নব সৃষ্টিকে দৈত্যদানবে করে

    নিষ্ঠুর আঘাত অবিশ্রান্ত

    তাই মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে


    ধ্বংসের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত

    সৃষ্টির সেনানী অনন্ত

    সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে

    প্রগতির নূতন দিগন্ত

    তাই তো মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে

    সাগর সঙ্গমে


    মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি

    ধ্বংসকে করে দিকভ্রান্ত

    অগণন মানুষের শান্তির অভিযান

    সৃষ্টিকামী জীবন্ত

    তাই মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে

    সাগর সঙ্গমে

 Sundari Go Dohai Dohai Lyrics সুন্দরীগো দোহাই দোহাই লিরিক্স মান্না দে Manna Dey

Sundari Go Dohai Dohai Lyrics সুন্দরীগো দোহাই দোহাই লিরিক্স মান্না দে Manna Dey


সুন্দরীগো দোহাই দোহাই
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

সুন্দরীগো দোহাই দোহাই
মান করোনা
আজ নিশীথে কাছে থাকো
না বলো না ।

অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে
না না
চন্দ্রহারে কাজলধোঁয়া
জল ফেলোনা।

একেই তো এই জীবন ভরে
কাজের বোঝাই জমে
আজ পৃথিবীর ভালোবাসার
সময় গেছে কমে
না না
একটু ফাগুন আগুন দিয়ে
না জ্বেলোনা।


 Seito Abar Kache Ele Lyrics সেইতো আবার কাছে এলে লিরিক্স মান্না দে Manna Dey

Seito Abar Kache Ele Lyrics সেইতো আবার কাছে এলে লিরিক্স মান্না দে Manna Dey


সেইতো আবার কাছে এলে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

সেইতো আবার কাছে এলে
এতদিন দুরে থেকে বলোনা কি সুখ তুমি পেলে।

এ কেমন ভালবাসা কে জানে
কি ভেবে গো ব্যাথা দিলে এ প্রানে
নিজ হাতে মনি দ্বীপ নিভায়ে
আবার নিজেই দিলে জ্বেলে।

তুমি তো আমায় ভালো চেনো
তুমি ছাড়া কোন গান ভাবতেও পারিনা তা জেনো।

তবু যদি ভাব সবই ছলনা
সেই কথা মুখে কেন বলনা
ঝড়া মালা কেন দাও পড়ায়ে
ধুলিতে দাওনা তারে ফেলে।


Ko Fota Chokher Jol felecho Lyrics ক’ফোঁটা চোখের জ‍ল লিরিক্স মান্না দে Manna Dey

Ko Fota Chokher Jol felecho Lyrics ক’ফোঁটা চোখের জ‍ল লিরিক্স মান্না দে Manna Dey


ক’ফোঁটা চোখের জ‍ল
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে

ক’ফোঁটা চোখের জ‍ল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।
কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়
কী সুখ জ‍লাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।


 Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey

Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey


যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাষ দে
কন্ঠঃ মান্না দে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতিপূরণ করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সেই পাখিকেই ডাকলে কেন
নতুন পাখা মেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব
আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব

সেই পাথরচাপা ঝর্ণাকে আবার
বললে কেন সময় হলো নদী হয়ে যাবার?
জানি না তো কোন মরুতে
রাখবে তারে ফেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরন করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?

যে ক্ষতি, যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে


 Jani Tomar Premer Jogya Ami to Noi Lyrics জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই লিরিক্স মান্না দে Manna Dey

Jani Tomar Premer Jogya Ami to Noi Lyrics জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই লিরিক্স মান্না দে Manna Dey



জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
পাছে ভালোবেসে ফেল তাই
দুরে দুরে রই।।

আমার এ পথে শুধু আছে মরুভুমি ধু ধু
আমি কি ভাবে বাচাবো তোমার মাধবী ঐ।।

কতো পেয়ালা লাঞ্চনার আমি নীরবে করি যে পান
আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরি গান।

এমনি বিভেদ কতো মনে আসে অবিরত
দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই।।


DIp Chilo Sikha Chilo Lyrics দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স Manna Dey মান্না দে

DIp Chilo Sikha Chilo Lyrics দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স Manna Dey মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাস দে 
কন্ঠঃ মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না
বলে আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না
বলে মন কথা বললো না।

ঝর্নাকে মনে হয় নদী।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।


বুক ভরা আশা নিয়ে
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার।


যে মালার ফুল গেছে ঝরে।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না ।


Amar Bhalobasar Rajprasade Lyrics আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স  Manna Dey মান্না দে

Amar Bhalobasar Rajprasade Lyrics আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স Manna Dey মান্না দে

শিরোনামঃ



কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে


আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

নিশুতি রাত গুমরে কাঁদে