একদিন ফিরে যাব চলে
গায়ক: দ্বিজেন মুখোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1963একদিন ফিরে যাব চলে
এ ঘর শূন্য করে
বাঁধন ছিন্ন করে
যদি চাহো যেয়ো ভুলে
মনে মনে হয়ত কিছুদিন ডাকবে
কিছু কিছু গান মোর মনেতে রাখবে
মনে মনে হয়ত বা ডাকবে
ও ও ও
মনে মনে হয়ত কিছুদিন ডাকবে
কিছু কিছু গান মোর মনেতে রাখবে
মনে মনে হয়ত বা ডাকবে
আমি তখন চাওয়া পাওয়ার
অতীত মাঝে রব মিলে
একদিন ফিরে যাব চলে
এ ঘর শূন্য করে
বাঁধন ছিন্ন করে
যদি চাহো যেয়ো ভুলে
একদিন ফিরে যাব চলে
আমি সব ঝর্ণার ঝর ঝর ছন্দে
মিলে যাব বকুল চামেলির গন্ধে
সৌরভে ছন্দে আনন্দে
ও ও ও
আমি সব ঝর্ণার ঝর ঝর ছন্দে
মিলে যাব বকুল চামেলির গন্ধে
সৌরভে ছন্দে আনন্দে
তোমার সকল খুশির খেলায়
আমায় পাবে তোমার দলে
একদিন ফিরে যাব চলে
এ ঘর শূন্য করে
বাঁধন ছিন্ন করে
যদি চাহো যেয়ো ভুলে
একদিন ফিরে যাব চলে