হলুদ গাঁদার ফুল
গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1972হলুদ গাঁদার ফুল দে এনে দে
সাতনরি হার কানে ঝুমকোলতা
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না চুল সে বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
সাতনরি হার কানে ঝুমকোলতা
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না চুল সে বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
আজ আকাশে আকাশকন্যা বাদল মেলেছে
আজ আকাশে আকাশকন্যা বাদল মেলেছে
নীল যমুনায় কালো ঢেউয়ে ঢেউয়ে মাতন লেগেছে রে
আজ মাতন লেগেছে
কনক চাঁপা কনক চাঁপার ফুল দে এনে দে
কামরাঙা রঙ শাড়ি টিপ কুমকুম
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না চুল সে বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না
আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না
পাতায় পাতায় আজ মর্মর তুলে দখিনা বহে না রে
আজ দখিনা বহে না
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর নুপুর এনে দে
পৈছা রুপোর বেলোয়ারি কাঁকন
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধেব না সে চুল বাঁধেব না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
সাতনরি হার কানে ঝুমকোলতা
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধেব না চুল সে বাঁধেব না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
Oi Ghum Ghum Ghumanta Lyrics ঐ ঘুম ঘুম ঘুমন্ত লিরিক্স
ঐ ঘুম ঘুম ঘুমন্ত
গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1966ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে
মোর মন আনমন জানি না কেন
কেন জানি না তা জানি না
ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে
মোর মন আনমন জানি না কেন
কেন জানি না তা জানি না
কেন কেমন কেমন করে
যদি গগন মেঘে ভরে
কেন কেমন কেমন করে
যদি গগন মেঘে ভরে
আর যারে পাবো না
এই মন তার তরে
যখন যখন আসে ফাগুন দারুণ
দুই নয়ন কেন ভরে
আর ঝড় ঝড় দুরন্ত ঝড় যদি আসে রে
মোর মন অনন্ত শূন্যতে ভাসে রে
মনে হয় চাওয়া পাওয়া নয় কিছু নয়
কেন জানি না তা জানি না
ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে
মোর মন আনমন জানি না কেন
কেন জানি না তা জানি না
কার চরণ ধ্বনি শুনি
বসে বসে যে কাল গুনি
কার চরণ ধ্বনি শুনি
বসে বসে যে কাল গুনি
কার যে চোখের চাওয়ায় স্বপ্নের জাল বুনি
দারুণ স্বরে বেঁধে আমায় এমন
হায় সে কোন ফাল্গুনী
আর ফুল ফুল ফুলন্ত ফুল যদি ফোটে রে
ছল ছল ছলন্ত নদী যদি ছোটে রে
মোর মন বৈরাগী শিশুর মতন
কেন জানি না তা জানি না
ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে
মোর মন আনমন জানি না কেন
কেন জানি না তা জানি না
Surer Ei Jhar Jhar Jharna সুরের এই ঝর ঝর ঝরনা লিরিক্স
সুরের এই ঝর ঝর ঝরনা
গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিকসুরের এই ঝর ঝর ঝরনা
ঝরনা হায় মরি হায় মরি হায় রে
ঝরনা ঝরে রে
ফুলের এই গুন গুন গুঞ্জন
দুজনায় যাই চলি যাই চলি যাই রে
রহে না ঘরে রে
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে
মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে
মনের ময়ূরী নাচে তালে তালে
মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে
মনের ময়ূরী নাচে তালে তালে
গানে গানে
প্রাণে প্রাণে
গানে গানে
প্রাণে প্রাণে
সুরের সুরভি ভরে রে
সুরের এই ঝর ঝর ঝরনা
ঝরনা হায় মরি হায় মরি হায় রে
ঝরনা ঝরে রে
ফুলের এই গুন গুন গুঞ্জন
দুজনায় যাই চলি যাই চলি যাই রে
রহে না ঘরে রে
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে
লোটন লোটন পায়রাগুলি পেখম মেলেছে
রোদের সোনালি রঙ অঙ্গে মেখেছে
লোটন লোটন পায়রাগুলি পেখম মেলেছে
রোদের সোনালি রঙ অঙ্গে মেখেছে
মরি মরি
কী যে করি
মরি মরি
কী যে করি
হৃদয় আকুল করে রে
সুরের এই ঝর ঝর ঝরনা
ঝরনা হায় মরি হায় মরি হায় রে
ঝরনা ঝরে রে
ফুলের এই গুন গুন গুঞ্জন
দুজনায় যাই চলি যাই চলি যাই রে
রহে না ঘরে রে
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে