পাগলা সানাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাগলা সানাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Etai Ekhon Kaj lyrics এটাই এখন কাজ লিরিক্স কবীর সুমন  Kabir Suman

Etai Ekhon Kaj lyrics এটাই এখন কাজ লিরিক্স কবীর সুমন Kabir Suman




এটাই এখন কাজ
কবীর সুমন
এলবাম: পাগলা সানাই (১৯৯৯)

সহজে স্বস্তি দেব না কাউকে আমি
অস্বস্তিতে রয়েছি অনেকদিন,
রাস্তার কুকুরের জিভ হয়ে ঘামি
তোমারও দেখছি অবস্থা সঙ্গিন
ঝুলছে লালায় মাখামাখি হয়ে জিভ
রোদ্দুরে উবে যায় না মুখের লালা
এরই মাঝখানে ছিলিম ধরেছে শিব
ছেলেদের ধরে বাদামি চিনির জ্বালা।

নষ্ট করো না যৌবন ঐভাবে
ওতে শাসকের সুবিধে হয় খুব
বেনিয়ারা ওতে শুধু আশকারা পাবে
দিও না বন্ধু ওদের নেশায় ডুব।

বন্ধুরা দেখ টিভির চ্যানেল ধরে
অষ্ট প্রহর হিন্দির যাওয়া আশা
মুৎসুদ্দীর ফাটকা পুঁজির জোরে
বিপন্ন আজ তোমার বাংলা ভাষা।

প্রতিরোধ করো লালনের নাম নিয়ে
প্রতিরোধ করো তিতুমির তিতুমির
প্রতিরোধ করো ভাষার অস্ত্র দিয়ে
‘বল বীর বল উন্নত মম শির’
প্রতিরোধ করো নজরুল শতবর্ষে
প্রতিরোধ করো একুশে ফেব্রুয়ারি
ভাষার পীড়ন ঘোচাও ভারতবর্ষে
ঘোচাও হিন্দি চাপানোর গাজোয়ারি।

বাংলা ভাষাকে বলছে আঞ্চলিক
হিন্দি রাষ্ট্র মতবাদ গড়ে তুলে,
দরকার হলে আমি খুব প্রাদেশিক
রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে,
প্রতিটি ভাষাই জাতীয় ভাষার দাবি
কেউ কারো চেয়ে কম নয় বেশি নয়,
তবুও আমার স্বপ্ন লোকের চাবি
বাংলায় পাই পৃথিবীর পরিচয়।

আমি নাগরিক কবিয়াল গেয়ে যাই
প্রতিরোধ তোলা আমার বাংলা গান
বাংলা ভাষার কসম যখন খাই
শহীদরা দেন আমার রক্তে টান।

আমি নাগরিক কবিয়াল গান বাঁধি
আপনাকে ডাকি শামসুর রাহমান
দুঃখিনী বর্ণমালায় আমিও কাঁদি
আমি যে আসলে লালনের সন্তান।

আমি সূফী, আমি তথাগতকেও ছুঁই
আমি কীর্তন, আমি গীটার ধরি
নতুন বাংলা গানের সঙ্গে শুই
একদিন যেন বাংলা গানেই মরি।

সতর্ক হও সময় দামাল বড়
সময়টাকে পাল্টানো চাই আজ
পড় সমকাল, দেয়াল লিখন পড়
প্রতিরোধ করো এটাই এখন কাজ।