ভূপেন হাজারিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভূপেন হাজারিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bistirno Dupurer Asonkho Manusher Lyricsবিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের লিরিক্স

Bistirno Dupurer Asonkho Manusher Lyricsবিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের লিরিক্স

 

  • বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায়, ভূপেন হাজারিকা | ঘরানা: আধুনিক
  • বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    নৈতিকতার স্খলন দেখেও

    মানবতার পতন দেখেও

    নির্লজ্জ অলসভাবে বইছো কেন


    সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

    লক্ষ জনেরে সবল সংগ্রামী

    আর অগ্রগামী করে তোলো না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    জ্ঞানবিহীন নিরক্ষরের

    খাদ্যবিহীন নাগরিকের

    নেতৃবিহীনতায় মৌন কেন


    সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

    লক্ষ জনেরে সবল সংগ্রামী

    আর অগ্রগামী করে তোলো না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক

    সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত

    তবে শিথিল সমাজকে ভাঙো না কেন


    সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

    লক্ষ জনেরে সবল সংগ্রামী

    আর অগ্রগামী করে তোলো না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    স্রোতস্বিনী কেন নাহি বও

    তুমি নিশ্চই জাহ্ণবী নও

    তাহলে প্রেরণা দাও না কেন


    উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের

    শরশয্যাকে আলিঙ্গন করা

    লক্ষ কোটি ভারতবাসীকে

    জাগালে না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন

এEk Khana Megh Bhese Elo Akashe Lyricsএকখানা মেঘ ভেসে এলো আকাশে লিরিক্স

এEk Khana Megh Bhese Elo Akashe Lyricsএকখানা মেঘ ভেসে এলো আকাশে লিরিক্স

 

  • একখানা মেঘ ভেসে এলো আকাশে

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • একখানা মেঘ ভেসে এলো আকাশে

    একঝাঁক বুনো হাঁস পথ হারালো

    একা একা বসে আছি জানালা পাশে

    সে কি আসে আমি যারে বেসেছি ভালো

    একখানা মেঘ ভেসে এলো আকাশে

    একঝাঁক বুনোহাঁস পথ হারালো

    একা একা বসে আছি জানালা পাশে

    সে কি আসে আমি যারে বেসেছি ভালো

    একখানা মেঘ ভেসে এলো আকাশে


    এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে

    শরমে রাঙে মন কেন কে জানে

    এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে

    শরমে রাঙে মন কেন কে জানে

    ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা

    একমুঠো অনুরাগে মন ভরালো

    একখানা মেঘ ভেসে এলো আকাশে


    আমি এক যক্ষ মহানগরীর

    যারে ডাকি কেন তার পাই না সাড়া

    চোখে তাই ঝরোঝরো বৃষ্টিধারা

    আমি এক যক্ষ মহানগরীর

    যারে ডাকি কেন তার পাই না সাড়া

    চোখে তাই ঝরোঝরো বৃষ্টিধারা

    ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা

    এসময়ে ভাল আর লাগে না একা

    ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা

    এসময়ে ভাল আর লাগে না একা

    বাতাসের হাতে আজ পেলাম চিঠি

    বিরহের কথা মেঘ লিখে পাঠালো


    একখানা মেঘ ভেসে এলো আকাশে

    একঝাঁক বুনোহাঁস পথ হারালো

    একা একা বসে আছি জানালা পাশে

    সে কি আসে আমি যারে বেসেছি ভালো

    একখানা মেঘ ভেসে এলো আকাশে

Sagar Sangame Lyrics, সাগর সঙ্গমে লিরিক্স

Sagar Sangame Lyrics, সাগর সঙ্গমে লিরিক্স

 

  • সাগর সঙ্গমে

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: ভূপেন হাজারিকা, পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • সাগর সঙ্গমে

    সাগর সঙ্গমে

    সাঁতার কেটেছি কত

    কখনও তো হই নাই ক্লান্ত

    সাগর সঙ্গমে

    সাঁতার কেটেছি কত

    কখনও তো হই নাই ক্লান্ত

    তথাপি মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে


    মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে

    জোয়ারের নাই আজি অন্ত

    অজস্র লহরী নব নব গতিতে

    এনে দেয় আশা অফুরন্ত

    সাগর সঙ্গমে


    মোর প্রশান্ত পারেরও

    কত মহাজীবনের শান্তি আজি আক্রান্ত

    নব নব সৃষ্টিকে দৈত্যদানবে করে

    নিষ্ঠুর আঘাত অবিশ্রান্ত

    তাই মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে


    ধ্বংসের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত

    সৃষ্টির সেনানী অনন্ত

    সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে

    প্রগতির নূতন দিগন্ত

    তাই তো মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে

    সাগর সঙ্গমে


    মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি

    ধ্বংসকে করে দিকভ্রান্ত

    অগণন মানুষের শান্তির অভিযান

    সৃষ্টিকামী জীবন্ত

    তাই মনের মোর প্রশান্ত সাগরের

    উর্মিমালা অশান্ত

    সাগর সঙ্গমে

    সাগর সঙ্গমে

Manush Manusher Janno Lyrics মানুষ মানুষের জন্য লিরিক্স

Manush Manusher Janno Lyrics মানুষ মানুষের জন্য লিরিক্স

 

  • মানুষ মানুষের জন্যে

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায়, ভূপেন হাজারিকা | ঘরানা: আধুনিক
  • মানুষ মানুষের জন্যে

    জীবন জীবনের জন্যে

    একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

    ও বন্ধু মানুষ মানুষের জন্যে

    জীবন জীবনের জন্যে

    একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

    ও বন্ধু মানুষ মানুষের জন্যে


    মানুষ মানুষকে পণ্য করে

    মানুষ মানুষকে জীবিকা করে

    মানুষ মানুষকে পণ্য করে

    মানুষ মানুষকে জীবিকা করে

    পুরোনো ইতিহাস ফিরে এলে

    লজ্জা কি তুমি পাবে না

    ও বন্ধু মানুষ মানুষের জন্যে

    জীবন জীবনের জন্যে

    একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

    ও বন্ধু মানুষ মানুষের জন্যে


    বলো কি তোমার ক্ষতি

    জীবনের অথৈ নদী

    পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

    বলো কি তোমার ক্ষতি

    জীবনের অথৈ নদী

    পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

    মানুষ যদি সে না হয় মানুষ

    দানব কখনো হয় না মানুষ

    মানুষ যদি সে না হয় মানুষ

    দানব কখনো হয় না মানুষ

    যদি দানব কখনো বা হয় মানুষ

    লজ্জা কি তুমি পাবে না

    ও বন্ধু মানুষ মানুষের জন্যে

    জীবন জীবনের জন্যে

    একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

    ও বন্ধু মানুষ মানুষের জন্যে

Ganga Amar Ma Lyrics গঙ্গা আমার মা লিরিক্স

Ganga Amar Ma Lyrics গঙ্গা আমার মা লিরিক্স

 

  • গঙ্গা আমার মা

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • গঙ্গা আমার মা পদ্মা আমার মা

    ও আমার দুই চোখে দুই জলের ধারা

    মেঘনা যমুনা

    গঙ্গা আমার মা পদ্মা আমার মা


    একই আকাশ একই বাতাস

    এক হৃদয়ে একই তো শ্বাস

    দোয়েল কোয়েল পাখির ঠোঁটে

    দোয়েল কোয়েল পাখির ঠোঁটে

    একই মূর্ছনা একই মূর্ছনা

    ও আমার দুই চোখে দুই জলের ধারা

    মেঘনা যমুনা

    গঙ্গা আমার মা পদ্মা আমার মা


    এপার ওপার কোন পারে জানি না

    ও আমি সবখানেতে আছি

    গাঙের জলে ভাসিয়ে ডিঙা

    ও আমি পদ্মাতে হই মাঝি

    এপার ওপার কোন পারে জানি না


    শঙ্খচিলের ভাসিয়ে ডানা

    ও আমি দুই নদীতে নাচি

    এপার ওপার কোন পারে জানি না

    একই আশা ভালোবাসা

    কান্নাহাসির একই ভাষা

    দুঃখসুখের বুকের মাঝে

    দুঃখসুখের বুকের মাঝে

    একই যন্ত্রণা একই যন্ত্রণা

    ও আমার দুই চোখে দুই জলের ধারা

    মেঘনা যমুনা

    গঙ্গা আমার মা পদ্মা আমার মা

    গঙ্গা আমার মা পদ্মা আমার মা

Ami Ek Jajabar Lyrics আমি এক যাযাবর লিরিক্স

Ami Ek Jajabar Lyrics আমি এক যাযাবর লিরিক্স

 

  • আমি এক যাযাবর

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায়, ভূপেন হাজারিকা | ঘরানা: আধুনিক
  • আমি এক যাযাবর

    আমি এক যাযাবর

    পৃথিবী আমাকে আপন করেছে

    ভুলেছি নিজের ঘর

    আমি এক যাযাবর

    আমি এক যাযাবর


    আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে

    ভলগার রূপ দেখেছি

    অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে

    প্যারিসের ধূলো মেখেছি


    আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে

    শিকাগো শহরে দিয়েছি

    গালিবের শের

    তাশখন্দের মিনারে বসে শুনেছি

    মার্ক টোয়েনের সমাধিতে বসে

    গোর্কির কথা বলেছি


    বারে বারে আমি পথের টানেই

    পথকে করেছি ঘর

    তাই আমি যাযাবর

    তাই আমি যাযাবর


    বহু যাযাবর লক্ষ্যবিহীন

    আমার রয়েছে পণ

    রঙের খনি যেখানে দেখেছি

    রাঙিয়ে নিয়েছি মন


    আমি দেখেছি অনেক গগনচুম্বী

    অট্টালিকার সারি

    তার ছায়াতেই দেখেছি অনেক

    গৃহহীন নরনারী


    আমি দেখেছি অনেক গোলাপ বকুল

    ফুটে আছে থরে থরে

    আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা

    ঝরে গেছে অনাদরে


    প্রেমহীন ভালোবাসা দেশে দেশে

    ভেঙ্গেছে সুখের ঘর

    পথের মানুষ আপন হয়েছে

    আপন হয়েছে পর

    তাই আমি যাযাবর


    আমি এক যাযাবর

    আমি এক যাযাবর

    আমি এক যাযাবর

    আমি এক যাযাবর

    আমি এক যাযাবর

He Dola Lyrics হে দোলা লিরিক্স

He Dola Lyrics হে দোলা লিরিক্স

  • হে দোলা

    গায়ক: ভূপেন হাজারিকা | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • দোলা হে দোলা হে দোলা হে দোলা

    আঁকাবাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই

    রাজামহারাজাদের দোলা ও দোলা

    আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের

    বিনিময়ে পথ চলে দোলা হে দোলা

    হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    হে দোলা হে দোলা হে দোলা হে দোলা


    দোলার ভিতরে ঝলমল করে যে

    সুন্দর পোষাকের সাজ

    আর ফিরে ফিরে দেখি তাই

    ঝিকমিক করে যে মাথায় রেশমের কাজ

    হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে

    একটু জামা নেই খোলা

    দু চোখে জল এলে মনটাকে বেঁধে যে

    তবু বয়ে যায় দোলা হে দোলা

    হে দোলা হে দোলা হে দোলা হে দোলা


    যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি

    দেহ ভেঙ্গে ভেঙ্গে পড়ে ও পড়ে

    যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি

    দেহ ভেঙ্গে ভেঙ্গে পড়ে ও পড়ে

    ও ঘুমে চোখ ঢুলুঢুলু রাজামহারাজাদের

    আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে

    উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই

    ভালো করে পায়ে পা মেলা

    হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে

    আর দোলা যাবে নাকো তোলা

    রাজামহারাজার দোলা

    বড়ো বড়ো মানুষের দোলা ও দোলা

    আঁকাবাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই

    রাজামহারাজাদের দোলা

    হে দোলা হে দোলা হে দোলা হে দোলা

    হে দোলা হে দোলা হে দোলা

    এ হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    এ হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    এ হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

Aj Jiban Khuje Pabi Lyrics আজ জীবন খুঁজে লিরিক্স

Aj Jiban Khuje Pabi Lyrics আজ জীবন খুঁজে লিরিক্স

আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় আজ যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়।। আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয় সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর চলার পথে পথে পথের বাঁকে নেই তো আপন পর কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।। আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিয়ে আয়। এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়।।