শ্যামল মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্যামল মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Aha Oi Aka Baka Poth Je Lyrics আহা ঐ আঁকাবাঁকা যে পথ লিরিক্স

Aha Oi Aka Baka Poth Je Lyrics আহা ঐ আঁকাবাঁকা যে পথ লিরিক্স

 

  • আহা ঐ আঁকাবাঁকা যে পথ

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে


    কোনো হরিনী করুণ তার তান তুলেছে

    এমন দিনে তুমি মোর কাছে নাই হায়

    স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি

    ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে


    জীবনবৃন্তেরও থেকে ঝরে

    কত না স্বপ্ন গেছে মরে

    জীবনবৃন্তের ও থেকে ঝরে

    কত না স্বপ্ন গেছে মরে

    তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না


    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    কোনো হরিনী করুণ তার তান তুলেছে

    এমন দিনে তুমি মোর কাছে নাই হায়

    স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি

    ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে


    আপন নীড়ে ফিরে গেছে পাখি

    নীড় হারায়ে আমি পথে থাকি

    আপন নীড়ে ফিরে গেছে পাখি

    নীড় হারায়ে আমি পথে থাকি

    ভাবি এখনো মোর আকাশে

    চেয়ে চেয়ে ভাব কি


    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    কোনো হরিনী করুণ তার তান তুলেছে

    এমন দিনে তুমি মোর কাছে নাই হায়

    স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি

    ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে



Jak Ja Geche Ta Jak Lyrics যাক যা গেছে তা যাক লিরিক্স

Jak Ja Geche Ta Jak Lyrics যাক যা গেছে তা যাক লিরিক্স

 

  • যাক যা গেছে তা যাক

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1966
  • দূর নয় বেশী দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
    ঐ বাঁধানো ঘাটের পাড়ে
    দূর নয় বেশী দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
    ঐ বাঁধানো ঘাটের পাড়ে
    যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে
    পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে
    ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
     
    শুক-শারীরা সেখানে কুজনে কুজনে দু’জনে গাহিয়া যেত 
    ওই নদীটি বহিয়া যেত
    শুক-শারীরা সেখানে কুজনে কুজনে দু’জনে গাহিয়া যেত 
    ওই নদীটি বহিয়া যেত
    বন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগায়ে দিয়ে
    তার চেয়ে ভাল চোখ দু’টি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে 
    সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
     
    মোর মানসী কলসি কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে
    মুখে মধুর মধুর হেসে
    মোর মানসী কলসি কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে
    মুখে মধুর মধুর হেসে
    তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও উতলা হত
    তার ঢেউয়ে ঢেউয়ে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে
    সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
     
    মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
    তবু স্বপ্ন যে মনে হত
    মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
    তবু স্বপ্ন যে মনে হত
    সেই মগ্ন স্বপন সহসা কখন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গেল
    এই পথ দিয়ে বঁধু  বেশে সে যে যেদিন গেল সে হারিয়ে
    সেদিন আমার সজল হৃদয় দু’পায়ে গিয়েছে মাড়িয়ে
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক
    যাক যা গেছে তা যাক