Je Khoti Ami Niye Chilam Mene Lyrics যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে লিরিক্স মান্না দে Manna Dey


যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাষ দে
কন্ঠঃ মান্না দে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতিপূরণ করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সেই পাখিকেই ডাকলে কেন
নতুন পাখা মেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব
আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব

সেই পাথরচাপা ঝর্ণাকে আবার
বললে কেন সময় হলো নদী হয়ে যাবার?
জানি না তো কোন মরুতে
রাখবে তারে ফেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরন করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?

যে ক্ষতি, যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে



শেয়ার করুন

Author:

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে

0 coment rios: