বুঝবে না কেউ বুঝবে না
গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: ছায়াছবি | সিনেমা: কবিতা | সাল: 1977- বুঝবে নাকেউ বুঝবে নাকি যে মনের ব্যথাবুঝবে নাকেউ বুঝবে নাকি যে মনের ব্যথাঅন্ধ খনির অন্তরে থাকে যে সোনাসবাই জানে তারই কথাবুঝবে নাকেউ বুঝবে নাকি যে মনের ব্যথাঅন্ধ খনির অন্তরে থাকে যে সোনাসবাই জানে তারই কথাবুঝবে নাকেউ বুঝবে নাকি যে মনের ব্যথাযদি এমন হতযত বেদনাবীজেরই মতন করেযেত গো বোনাযদি এমন হতযত বেদনাবীজেরই মতন করেযেত গো বোনালালে লাল ফুলে ফুলেভরে যেত গানদূর থেকেই দেখে তারেযেত গো চেনাখুঁজবে নাকেউ খুঁজবে নামনের গভীরতাঅন্ধ খনির অন্তরে থাকে যে সোনাসবাই জানে তারই কথাবুঝবে নাকেউ বুঝবে নাকি যে মনের ব্যথাআমি তোমায় কোন দোষ দেব নাআমারই মত জ্বলোতাও চাবো নাআমি তোমায় কোন দোষ দেব নাআমারই মত জ্বলোতাও চাবো নাবোঝা না বোঝার আলোছায়া খেলনায়চেনা হয়ে চিরদিনই রবে অচেনাবুঝবে নাকেউ বুঝবে নাভিজে চোখের পাতাঅন্ধ খনির অন্তরে থাকে যে সোনাসবাই জানে তারই কথাবুঝবে নাকেউ বুঝবে নাকি যে মনের ব্যথা
0 coment rios: