Eki Asim Piyasa Lyrics. একি অসীম পিয়াসা লিরিক্স

একি অসীম পিয়াসা
শত জনম গেল তবু মিটিল না
	তোমারে পাওয়ার আশা।।
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
		অসীম ভালোবাসা।।
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
	মেটে না প্রেমের পিয়াসা।।



শেয়ার করুন

Author:

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে

0 coment rios: