Katodin Dekhini tomay Lyrics কতদিন দেখিনি তোমায় লিরিক্স মান্না দে Manna Dey


কতদিন দেখিনি তোমায়
কথাঃ প্রণব রায়
সুরঃ কমল দাশগুপ্ত
কণ্ঠঃ মান্না দে

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়

কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি

হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী

কতদিন দেখিনি তোমায়






শেয়ার করুন

Author:

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে

0 coment rios: