Tribhubone Priya Muhammad Lyrics ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে লিরিক্স

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
তালঃ কাহার্‌বা

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখ্‌বি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্‌তে আজ, জয় করিল দিল রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।। 
দেখ্‌ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।। 
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী। 
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।। 
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম। 
জীন পরী ফেরেশ্‌তা সালাম জানায় নবীর পায়।।



শেয়ার করুন

Author:

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে

0 coment rios: